অসাধারণ একটি ফোন রিয়েল মি নারজো ৩০ এ
ইতিমধ্যেই বাংলাদেশে লঞ্চ হয়ে গেল রিয়েল মি নারজো ৩০এ। অসাধারণ ফিচার ও অসাধারণ ডিজাইন নিয়ে এবার রিয়েল মি বাজারে আনলো রিয়েল মি নারজো ৩০এ।আপনারা যদি খেয়াল করে দেখেন রিয়েলমি নাজরো সিরিজের ফোনগুলো গেমিং প্রসেসর নিয়ে তৈরি। ঠিক তেমনি আরেকটি হাই গেমিং প্রসেসর নিয়ে এই ফোনটি তৈরি করেছে।
তো আজকে এই রিভিউতে এই ফোনের গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে তুলে ধরবো।
তাই লেখাটা পুরো পড়ুন।
রিয়েল মি নারজো ৩০ এর রিভিউ..
ডিজাইন:
এই ফোনটির অসাধারণ একটি ডিজাইন করেছে।
এছাড়া ফোনটি দুইটি কালারে লেজার ব্লু,আর লেজার ব্ল্যাক,এই দুইটি কালারে ফোনটি লঞ্চ করা হয়েছে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর:
হ্যাঁ এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক ফাস্ট ছিল।
ক্যামেরা:
এর পেছনের দুইটি ক্যামেরা রয়েছে মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল আর অপরটি ২ মেগাপিক্সেল।
এবং সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
৩ডি স্লট
এই ফোনটিতে দুইটি সিম ও একটি অতিরিক্ত মেমোরি ব্যবহার করতে পারবেন।
নেটওয়ার্ক:
এই ফোটিতে ২জি,৩জি, এবং ৪জি সাপোর্ট করে।
ডিসপ্লে:
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫''এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ওয়াটার ড্রপ নটস ডিসপ্লে যার রেজুলেশন ৭২০*১৬০০ মানে এইচডি প্লাস।
বডি:
এই ফোনটি প্লাস্টিক বডির তৈরি,বডি একদম নিচে রয়েছে স্পিকার, চার্জার, এবং ৩.৫ মিলিটার অডিও ইয়ারফোন।
পারপারমেন্স:
এতে হাই ক্ষমতা সম্পন্ন প্রসেসর ব্যবহার করা হয়েছে এই বাজেট সেরা বলা যায়।এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াট হেলিও জি৮৫
অক্টাকোর ২.০০গিগাহার্জ প্রসেসর।এইছাড়া গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মালি জি-৫২।
•••আরো পড়ুন....
•পুরাতন মোবাইল কেনার আগে যেসব বিষয়ে জানা উচিত
আপনারা জানেন যে মিডিয়াটেক প্রসেসরের জি সিরিজ গুলো গেমিং প্রসেসর ।এই ফোনটিতে হাই গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে তাই অনায়াসে গেম খেলতে পারবেন কোনো লেগ ছাড়া। যেহেতু এটি গেমিং প্রসেসর তাই এটিতে ফ্রি ফায়ার ও পাবজি খেলতে পারবেন।
ব্যাটারি:
ব্যাটারি দিয়েছে ৬০০০ এমএচ আর এই ব্যাটরি চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৮ ওয়াট
ফাস্ট চার্জার আর ব্যাটারি ব্যাকআপ ও অনেক ভালো।
অপারেটিং সিস্টেম:
এতে অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েল মি ইউআই
এন্ড্রোয়েড ১০ ব্যবহার করা হয়েছে
রেম রম:
রেম ব্যবহার করেছে ৪ জিবি আর রম ৬৪ জিবি।
আর এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে
১২৯৯০ টাকা
আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে জানি না তবে আমার কাছে এক কথাই অসাধারণ লেগেছে।
তাই আমি শুধু একটাই পরামর্শই দিতে পারি সেটা হলো: বেশি টাকা দিয়ে যখন ফোন কিনতে চান একটু ভেবে চিন্তে কিনুন আর চেষ্টা করুন বাজেট মধ্যে ব্র্যান্ডের ফোন গুলো কিনার জন্য।
আমাদের কথা:
আপনার যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন অথবা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ techbd345.blogspot.com এ। আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে ফলো করে রাখুন।