সিম্ফনি Z30 প্রো বাংলা রিভিউ
সিম্ফনি একটি বাংলাদেশী মোবাইল ব্যান্ড।দিন যত যাচ্ছে তত উন্নত হচ্ছে প্রযুক্তি।আর এই প্রযুক্তির সাথে তালমিলিয়ে স্মার্টফোন কোম্পানি গুলো তৈরি করছে নতুন নতুন সব স্মার্টফোন।
ঠিক এমন একটি বাংলাদেশী মোবাইল ব্র্যান্ড তৈরি করতেছে কম দামের মধ্যে নতুন নতুন সব স্মার্টফোন। আজকে সিম্ফনির Z-সিরিজের নতুন একটি স্মার্টফোনের রিভিউ দিবো।যেটি রিলিজ করেছিল এবছরের শুরুতেই। সিম্ফনি z-সিরিজের Z30pro এর রিভিউ দিবো।
সিম্ফনি Z30 pro এর রিভিউ:
ডিজাইন:
অসাধারণ ডিজাইনে ফোনটি তৈরি করা হয়েছে। পেছনে তিনটি ক্যামেরা এর নিচের দিকে স্পিকার রয়েছে স্পিকার ,চার্জার ,৩.৫ মিলিমিটার অডিও জেক। ফোনটি তিনটি কালারে লঞ্চ হয়েছে Indigo blue,persian blue, Amazon green, ।এই তিনটি কালারে ফোনটি লঞ্চ হয়েছে।
বডি:
এই ফোনটির বডি একটি প্লাস্টিক বডি আর এই ফোনটির ওজন
১৮৬ গ্রাম।
ক্যামেরা:
এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে
প্রথমটি ১৩ দ্বিতীয়টি ২ আর শেষটি ৫ মেগাপিক্সেল।
আর সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল ব্যাবহার করা হয়েছে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর:
হ্যাঁ এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এবং সেটি পেছনে।
নেটওয়ার্ক:
এই ফোনে ২ জি ,৩জি ৪জি সাপোর্ট করে এছাড়া দুইটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন,wi-fi hotspot, Bluetooth, Radio,usb 2.0 , GPS,OTG, রয়েছে।এই ফোনে Type-c দেওয়া হয় নি।
3ডি স্লট:
দুইটি সিম এবং অতিরিক্ত একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ১২৮ জিবি পর্যন্ত।
ডিসপ্লে:
৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন 1600*720 ।
পারফরম্যান্স:
প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও A25 অক্টাকোর 1.8 গিগাহার্জ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন.....
••ফ্রি ফায়ার ও পাবজি খেলার জন্য কত জিবি রেম লাগে
••পুরাতন মোবাইল কেনা বা বিক্রি করার আগে অবশ্যই যেসব বিষয়ে জানা উচিত
••সেরা গেমিং ফোন রিয়েল মি নারজোজো ৩০এ
আর জিপিইউ হিসেবে powerVR GE8320 ব্যবহার করেছে।
অপারেটিং সিস্টেম AndroidTM 10.0 ব্যবহার করেছে।
ব্যাটারি:
৫০০০ এমএইচ এর বড় ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে
আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রয়েছে 10w এর একটি চার্জার।
রেম রম:
এটিতে রেম ব্যবহার করা হয়েছে ৪ জিবি আর রম ৬৪ জিবি।
আর এই ফোনটির প্রাইস হলো ১০৮৯০ টাকা।
স্মার্টফোন কেনার আগে আমার পরামর্শ:
আপনি যেহেতু একটি ভালো মোবাইল কিনতে চান সেটা হোক কমে দামে অথবা বেশি দামে ফোনের বাইরের দিকে না তাকিয়ে ভিতরের দিকে তাকান কারন বাইরের দিক আকর্ষণীয় হলে সুন্দর দেখাবে ঠিকই কিন্তু ভিতরে যদি ভালো মানের কিছু না থাকে তাহলে ফোনটি কয়েকদিন ব্যবহারের ফলে স্লো হয়ে যাবে তারপর বিরক্তিকর হয়ে উঠবে।তাই ফোন কেনার সময় অবশ্যই হার্ডওয়্যারের দিকে লক্ষ্য রাখবেন
আমাদের কথা:
প্রতিদিন নিত্যনতুন টিপস আর নিত্যনতুন সব স্মার্টফোনের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটটি এখুনই ইমেইল দিয়ে ফলো করে রাখুন।