এবার ইউটিউবে ভিডিও ছাড়ার আগে চেক করে নিন কপিরাইট কন্টেন্ট কিনা।
(একটু সময় দিয়ে পুরো লেখাটি পড়ুন )
এই সময় ভিডিও দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইউটিউব। শুধু ভিডিও দেখাই নই ভিডিও ডাউনলোড করা পর্যন্ত ইউটিউব থেকে করছে।আর এই ইউটিউব থেকে ইনকাম করছে হাজারো মানুষ।দিনদিন বাড়ছে নতুন ইউটিউবের সংখ্যা। তাই ইউটিউবাদের সুবিধার জন্য ইউটিউব নতুন নতুন ফিচার চালু করছে।
একটি ভিডিও যাতে দুই নামে না থাকে এজন্য ইউটিউবে কপিরাইট সিস্টেম টি রয়েছে। নতুন ইউটিউবার ভিডিও আপলোড দেওয়ার আগে বুঝতে পারেন না যে এটি কপিরাইট কন্টেন্ট কিনা।আর এর কারনে ইউটিউব একাউন্ট ও বন্ধ হয়ে যেতে পারে।আর এ জন্য ইউটিউব নতুন একটি ফিচার চালু করেছে সেটি হলো আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট টি কপিরাইট কিনা।আমার এই লেখাটি তাদের জন্য যারা এই বিষয়টি নিয়ে জানেন না আর যারা জানেন তাহলে ভালো।
তো তাহলে দেখে নিই ভিডিও আপলোড দেওয়ার সময় কীভাবে বুঝবেন যে আপনার কন্টেন্ট টি কপিরাইট কিনা?
এটি বুঝার জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে ইউটিউব স্টুডিও থেকে ।
এটি সফ্টওয়্যারে হবে না। ব্রাউজার থেকে করতে হবে। আপনি প্রথমে যেটি করতে হবে তা হলো প্রতিদিন আপনি যে ব্রাউজারটি ব্যবহার করেন সেটিতে যান, যেকোনো ব্রাউজারে করতে পারেন সমস্যা নেই। ব্রাউজারে গিয়ে লিখুন ইউটিউব স্টুডিও (লেখাটি ইংরেজিতে লিখবেন)এটি লিখলেই একদম প্রথমে পেয়ে যাবেন। এটি করার আগে আপনার ব্রাউজারে যে গুগল একাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন সেটি সাইন ইন করে নিন। এবার গুগলে গিয়ে সার্চ করুন ইউটিউব স্টুডিও।
•আরো পড়ুন.......
•ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ১ক্লিকেই
একদম প্রথমে একটি অপশন পাবেন ইউটিউব স্টুডিও নামে। সেটিতে ক্লিক করুন তারপর কন্টিনিউ স্টুডিও তে ক্লিক করুন।কন্টিনিউ স্টুডিও তে ক্লিক করার পর আপনাকে আপনার ইউটিউব স্টুডিও তে নিয়ে যাবে। এখানে আপনার ভিউয়ারস রা আপনার ভিডিও কত মিনিটস দেখেছে কতক্ষণ দেখেছে সবকিছু দেখতে পারবে।তো এবার লক্ষ্য করুন ক্রিয়েট নামে একটি অপশন একদম প্রথমে সেখানে ক্লিক করুন তারপর আপনার আপলোড ভিডিওতে ক্লিক করুন।
এবার আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করে নিন। তারপর টাইটেল ডিসক্রিপশন সবকিছু দেয়া হয়ে গেলে নেক্সট এ ক্লিক করুন। তারপর আবার নেক্সট। এবার দেখুন চেকস নামে একটা অপশন আছে। যদি আপনার ভিডিওটি কপিরাইট ইসু পেয়ে থাকে তাহলে চেকস এ দেখাবে।
তারপর নেক্সট এ ক্লিক করেওকে দিলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে।এভাবে কিন্তু আপনি যে কোন ভিডিওটি কপিরাইট কিনা সেটি চেক করে নিতে পারবেন।
আমাদের কথা:
আমাদের যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।