ফেসবুকে টু-ফেক্টর অথেনটিকেশন চালু

 ফেসবুকে টু-ফেক্টর অথেনটিকেশন চালু  করবেন যেভাবে 2025 

তাই লেখাটা পুরো পড়ুন

ফেসবুকে টু ফেক্টর অথেটিকেশন চালু করুন

ফেসবুক হ্যাক ঠেকানো জন্য ফেসবুক এই ফিচারটি চালু করেছিল। ফেসবুকের জনপ্রিয়তা যেমন দিন দিন বাড়ছে ঠিক তেমনি আবার হ্যাক ও হচ্ছে ফেসবুকে আইডি। এই ফেসবুক হ্যাক বন্ধ করার জন্য ফেসবুক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।তারপর ও বন্ধ করা যাচ্ছে না ফেসবুক আইডি হ্যাক।এই জন্য ফেসবুক এমন একটি ফিচার চালু করেছে যার মাধ্যমে ফেসবুক আইডিকে অনেক সুরক্ষিত রাখবে।এটির নাম হচ্ছে টু-ফেক্টর অথেনটিকেশন।টু- ফেক্টর অথেনটিকেশন চালু করলে যে সুবিধা পাবেন তাহলো কেউ আপনার আইডি লগইন করার সময় আপনার নাম্বারে একটি কোড যাবে সেটি দিলেই আইডিতে প্রবেশ করতে পারবেন নাহলে পারবেন না।  আপনি যতবার লগইন করবেন ততবার কোড যাবে। সেই কোড ছাড়া প্রবেশ করা যাবে না।তাই এটি করার জন্য আপনি আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন কারন আপনি যখন আপনার নাম্বার বা জিমেইল আর পাসওয়ার্ড দিবেন তারপর অতিরিক্ত একটি কোড যাবে আপনার নাম্বারে  যাবে সেটি দিতে হবে। উদাহরণস্বরূপ ফেসবুকে) সাইন ইন করার সময় ইউজারনেম-পাসওয়ার্ড ইনপুট করার পরেও সেখানে আরেকটি পিন কোড দিতে হবে। এই কোডটি মোবাইলে এসএমএসের মাধ্যমে আসে। এগুলোকে সিক্যুরিটি কোডও বলা হয়, যা প্রতিবারই সার্ভার থেকে পাঠানো হয় তাহলে দেখা যাক কীভাবে এটি চালু করবেন।এটি চালু করার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক সেটিং এ চলে যেতে হবে।সেখানে গিয়ে সিকিউরিটি এন্ড লগইন এ চলে যান সেখানে নিচের দিকে দেখুন  টু-ফেক্টর অথেনটিকেশন নামে একটা লেখা সেখানে ক্লিক করুন তারপর টেক্স 

মেসেজ না একটা অপশন আছে সেখানে ক্লিক যদি নাম্বার এড করা না থাকে তাহলে নাম্বার এড করে নিন।টেক্সট মেসেজ ব্যবহারের মাধ্যমে অথেনটিকেশন

১. টেক্সট মেসেজ অপশনে ক্লিক করার পর ছয় ডিজিটের একটি কোড আসবে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে। ভেরিফিকেশনের জন্য ওই কোড নম্বর ব্যবহার করতে হবে।

২. আপনার ফোনে যে কোডটি আসবে সেটি নির্দিষ্ট স্থানে ব্যবহার করলেই কাজ শেষ।

৩. এরপরই একটি কনফারমেশন মেসেজ আসবে- টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন কার্যকর হয়েছে।


। তবে কিছু কিছু সময় কোড  দুই এক মিনিট সময় নেয়।

এটি চালুর করার পর চাইলে বন্ধ করতে পারবেন। সিকিউরিটি এন্ড লগইন গিয়ে টু ফেক্টর অথেনটিকেশন এ ক্লিক করে সেখান থেকে অন অপশন থেকে অপ করে দিন। তাহলেই বন্ধ হয়ে যাবে।

তবে একটা কথা।টু ফেক্টর অথেনটিকেশন চালু করলে তাদের পাঠানো এসএসএম এর কোড ছাড়া কিন্তু লগইন করতে পারবেন না।

তাই কাজটি করার আগে ভেবে চিন্তে করুন।

আমাদের কথা:

আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন অথবা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ

Techbd345.blogspot.com এ 

আর আমাদের পরবর্তী পোস্ট পেতে ফলো করে রাখুন তাহলে পোষ্ট করলেই ইমেইলে নোটিফিকেশন চলে যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন