লেখার উপর টাচ করলেই বাংলা হয়ে যাবে
আজকে আমি এমন একটি বিষয় নিয়ে
বলবো যেটিতে মূহুর্তেই ইংরেজি অথবা অন্য যেকোনো ভাষাকে বাংলা করতে পারবেন এবং খুব সহজেই। আমরা বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে ও ফেজবুক পেজ অথবা পোস্ট ইত্যাদি জায়গায় ইংরেজি দেখি ।কিন্ত অনেকের আগ্রহ জাগে এই লেখা গুলো পড়ার জন্য কিন্তু একটাই সমস্যা কীভাবে পড়বে,পড়তে হলে এই লেখা গুলোকে কপি করে ট্রাসল্যাশন সফ্টওয়্যারে নিয়ে তারপর বাংলা করতে হবে । কিন্তু আজ আমি যে সফ্টওয়্যারটির কথা বলবো সেটির মাধ্যমে আপনি যেকোনো জায়গায় থেকে সেখানকার ভাষাকে বাংলা করতে পারবেন।তো তাহলে শুরু করা যাক।আপনাকে এই সফটওয়্যার টি ডাউনলোড করতে প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে লিখুন Hi translate লিখলেই পেয়ে যাবেন।সফটওয়্যার ইনস্টল করার পর ওপেন করুন।
রিমোটের বোটামের মত একটা আইকন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন
(নিচের ছবিতে লক্ষ্য করুন )
এবার শুধু দুইটি সেটিং এর কাজ করতে হবে।যে দুইটি অপশন দেখা যাচ্ছে সে গুলো চালু করে দিন
(ছবিতে দেখুন)
প্রথমেpemit drawing over other apps এটি চলু করে দিন
তারপর accessibility চালু করুন
Accessibility যেভাবে চালু করবেন
নিচের ছবিতে দেখুন
প্রথমে accessibility তে চলে যান তারপর দেখুন hi translate নামে একটি অপশন আছে সেখানে ঢুকে চালু করে দিন
•আরো পড়ুন
ছবিতে দেখুন
এবার পুনরায় সফটওয়্যারে ফিরে যান তারপর দেখুন my language এর জায়গায় বাংলা সিলেক্ট করে দিন আর friend language এর জায়গায় আপনি যে ভাষা থেকে অনুবাদ করতে চান( যেমন ধরুন আপনি যদি ইংরেজি থেকে বাংলা করতে চান তাহলে সেখানে ইংরেজি সিলেক্ট করে দিন আর যদি চাইনা থেকে বাংলা করতে চান তাহলে চাইনা সিলেক্ট করে দিন ।মূলত আপনি যে দেশের ভাষা থেকে বাংলা অনুবাদ করতে চান সে দেশের ভাষা সিলেক্ট করে দিন)
সব কিছু ঠিক ঠাক করতে পারলে কাজ হবে গ্যারান্টি। তারপর দেখুন সার্চ বারের মতো একটি আইকন আসবে সেটি টেনে লেখার উপর ধরুন
আমাদের কথা :
আমার লেখা গুলো কেমন লাগে জানিয়ে দিন কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে
কমেন্টে জানিয়ে দিন techbd345.blogspot.comএর পাশে থাকুন এখানে প্রতিদিন নিত্যনতুন সমস্যার সমাধান দেওয়া হবে
ধন্যবাদ