কীভাবে ইউটিউব কম খরচে ব্যবহার করবেন জেনে নিন
এখন ভিডিও দেখার জন্য ইউটিউবই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এতে শুধু ভিডিওই দেখা নয়, ডাউনলোড করা, উপলোড করা ইত্যাদি কাজ করা যায় খুব সহজেই। আরেকটা মজার কথা হচ্ছে কি এই ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে মানুষ।
- আরো পড়ুন
- কীভাবে ইউটিউব থেকে ইনকাম হয়
- মোবাইলের প্রসেসর কি বা কাকে বলে জেনে
- পুরাতন মোবাইল বিক্রি বা কেনার আগে যেসব বিষয়ে জানা উচিত
- স্মার্টফোন ফাস্ট রাখবেন যেভাবে জেনে নিন
এখানে কেউ ভিডিও ডাউনলোড না করে দেখে , ভালো লাগলে ডাউনলোড ও করে আবার ভিডিও চালিয়ে দিয়ে গান শুনে।আজকের এই ট্রপিক টা তাদের জন্যই যারা ইউটিউবে ভিডিও দেখে হয়তো বা ইউটিউবে সরাসরি গান চালিয়ে শুনে। তাদের জন্যই এই ট্রপিক অনেক কাজে আসবে। এটি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে।আর শুধু একটা কাজ করতে হবে সেটা হলো ইউটিউব থেকে রেজুলেশন টা কমিয়ে দিলেই হবে মনে করুন আপনি একটি গান শুনতেছেন সেখানে যদি রেজুলেশন 480p,720p,1080p,এই রকম মোডে থাকে তাহলে কিন্তু অনেক এমবি আপনার খরছ হবে আর আপনি ভিডিও দেখতেছেন না শুধু শুনতেছেন। এবার আপনি যদি 144p তে গানটি শুনেন তাহলে আপনার অনেক এমবি বেচে যাবে । আপনি কীভাবে 144p তে আনবেন সেটি দেখে নিন।
প্রথমে আপনি আপনার ইউটিউবে চলে যান তারপর আপনি যে ভিডিও দেখতে চান সেটিতে যান,সেখানে যাওয়ার পর দেখবেন তিনটি ডট এর মতো আইকন আছে সেখানে ক্লিক করুন
( নিচের স্ক্রিন সট গুলো লক্ষ্য করুন)
সেখানে ক্লিক করার পর কোয়ালিটি নামে একটা লেখা আছে সেখানে আপনার কোন কোয়ালিটিতে সেট করা আছে সেটি দেখাবে সেখান থেকে 144p নির্বাচন করে দিন।
এটি করলে আপনার ভিডিও নরমাল হয়ে যাবে যার কারণে এমবি অনেক কম কাটবে আপনি চাইলে আবার হুবুহু একই নিয়মে এইচডি করতে পারবেন480p,720,1080p তে রাখলেই আপনার ভিডিও এইচডি দেখা যাবে।
আমাদের কথা:
আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে ফলো করে রাখুন তাহলে পোষ্ট করলেই নোটিফিকেশন চলে যাবে
ধন্যবাদ