সেরা ৫টি ফটো ইডিটর এ্যাপ 2025

 সেরা ৫টি এডিটর এ্যাপ 2025


সেরা এডিটর এ্যাপ



কে না চায় যে তার ছবিটা সুন্দর করে  ইডিট করতে।তাই   একটি সুন্দর ছবি ইডিট করার জন্য ও দরকার ভালো মানের এ্যাপ।অনেকে আবার বিভিন্ন জায়গায় খুজে ভালো মানের এ্যাপটি । আজকে আমি এমন ৫টি এ্যাপ্লিকেশন এর কথা বলবো যে এ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনার ছবিকে সুন্দর করতে পারবেন।তবে একটা কথা ইডিট করার আগে ইডিটর এ্যাপ সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে তাহলেই ভালো ছবি ইডিট করতে পারবেন। আর ধারনা না থাকলে ধারনা ঐ এ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নিবেন।মানে ঐ এ্যাপ্লিকেশনের ভিতরের টুলস কোনটির কি কাজ তা জেনে নেওয়াই ভালো।নিচে আমার দেখা ৫ টি এডিটর এর নাম দেওয়া হলো:

••Snapseed 



এটি একটি গুগলের মালিকানাধীন সফ্টওয়্যার এতে উন্নত মানের ছবি ইডিট করা যায়,ইডিট করার আগে এই সফটওয়্যারের ভিতরের টুলস সম্পর্কে জেনে নেওয়া ভালো কোনটির কি  কাজ তাহলে  ভালো মানের ছবি ইডিট করা সম্ভব।

আরো পড়ুন:

••একদম কম এমবি খরচে ইউটিউব ভিডিও দেখুন

••এই এ্যাপটি ব্যবহার করলে আর কোনো পাসওয়ার্ড মনে রাখতে হবে না

••যেকোনো লেখাকে টাচ করলেই লেখা বাংলা



এছাড়াও এই app এর মধ্যে অনেকগুলো এডভান্স লেভেলে ফটো এডিটিং টুলস এবং ফিচারস মজুদ রয়েছে 

এখানে অনেক  রকম এক্সপোজার এবং কালার টুল পেয়ে যাবেন যেখানে যেকোনো ছবি কে নিজের মত করে ইডিয়ট  করে নিতে পারবেন।

এছাড়া ও স্নাপসিড এ অনেকগুলো ফিল্টার আছে তার মধ্যে ভিনটেজ স্টাইল,মর্ডান এইচডিআর পেয়ে যাবেন।

আর এই ফিল্টার এবং ইফেক্ট এর মাধ্যমে যেকোনো ছবিকে নতুন লুক  দিতে সাহায্য করে।

যাইহোক স্নাপসিড একটা খুব পপুলার মোবাইল অ্যাপ,এটি এখনো পর্যন্ত প্লে স্টোরে 100M বার ডাউনলোড হয়েছে।

 এর প্লে স্টোরে রেটিং ৪.৫ এবং ১ মিলিয়নের ও বেশি রিভিউ আছে।

PicsArt photo editor



এই সফটওয়্যারটির মাধ্যমে ছবিকে বিভিন্ন কালার করতে পারবেন এছাড়াও এই সফটওয়্যারটি মধ্যে ভিন্ন একটি বৈশিষ্ট্য আর তাহলো এটিতে ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন, এছাড়াও একটির সাথে আরেকটি ছবি যোগ করতে পারবেন

Adobe Photoshop express



এই সফটওয়্যারটির ও খুব ভালো মানের একটি সফটওয়্যার এটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্লু ,নোইজ সরাতে পারবেন

Lightroom


এই সফটওয়্যারটির মোটামুটি আমার কাছে ভালো লেগেছে।এর মাধ্যমে ছবিকে উজ্জ্বল করতে পারবেন।

PhtoP editor pro



এই সফটওয়্যারটিতে ১০০০ প্লাস কালার রয়েছে এবং এটিতে ছবি অটো কার্ট করতে পারবেন।

আমাদের কথা:

আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে ফলো করে রাখুন তাহলে পোষ্ট করলেই নোটিফিকেশন চলে যাবে





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন