ফেসবুকে ছবি আপলোড দেওয়ার সাথে সাথেই ছবি নরমাল দেখাচ্ছে তাহলে এখুই সমাধান নিন

ফেসবুকে ছবি অথবা ভিডিও আপলোড দিলে নরমাল হয়ে যায় ।



ফেসবুকে ছবি আপলোড দেওয়ার পর সেটি নরমাল দেখাচ্ছে অথবা ছবিটি পরিস্কার দেখা যাচ্ছে না।
ছবি ফুলএইচডিতে আপলোড দিলে ও নরমাল হয়ে যায় যার কারনে ছবিটি আর সুন্দর দেখায় না। আজকে আমি ফেসবুকের এমন একটি সেটিং নিয়ে কথা বলবো যেটি চালু করলে আপনার আপলোড করা ছবি অথবা ভিডিও নরমাল হবে না।

আরো পড়ুন....

যেভাবে আপনার ফেসবুক একাউন্ট নাম্বার লক করবেন

ফেসবুকে ট্যাগ বন্ধ করবেন যেভাবে

ফেসবুক একাউন্টে জিমেইল এড করুন

তো এটি করার জন্য প্রথমে আপনার ফেসবুক এ্যাপস এ যান তারপর সেটিং এ যান সেখানে গিয়ে একদম শেষে দেখুন একটা লেখা আছে Media and Cantact সেটিতে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর একদম নিচে দুইটি লেখা রয়েছে Video Upload HD এবং Photo Upload Hd এই দুইটি অপশন বন্ধ থাকলে চালু করে দিন।ব্যাস কাজ শেষ এবার আপনি ছবি আপলোড দিলে নরমাল হবে আশাকরি।






আমাদের কথা:
আমাদের লেখা গুলো যদি ভালো লাগে তাহলে এই ওয়েবসাইটি কে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা পোষ্ট করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে অথবা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ Techbd345




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন