কীভাবে ফেসবুকের নাম্বার লক করবেন জেনে নিন

কীভাবে ফেসবুকের নাম্বার লক করবো


        আপনার ফেসবুকের ফোন নাম্বারটি যেভাবে লক করবেন

নতুন যারা নাম্বার দিয়ে ফেসবুক খুলে তখন তাদের নাম্বারটা ফেসবুকের সকল ফ্রেন্ডস দেখতে পায় ।এই নাম্বার টা যাতে কেউ না দেখতে পায় সেই জন্যই নাম্বার লক রাখা।যখন নাম্বার টা দেখা যায় তখন সেই নাম্বার অনেকে ফোন করে বিশেষ করে মেয়েদের আইডিতে বেশি হয় তাই যারা ফেসবুকে নাম্বার লক করতে পারেন না তাদের জন্যই হয়তো এ পোস্ট আজ থেকে পারবেন ফোন নাম্বারটি লক করতে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি।

তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফোন 

নাম্বার অনলি মি করবে 

প্রথমে যা করতে হবে তা হলো আপনি যে app দিয়ে ফেসবুক চালান সেখানে চলে তারপর আপনার প্রোফাইলে চলে যান তারপর দেখুন

See your about info নামে একটা লেখা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন


তারপর দেখুন cantact    info   সেখানে আপনার নাম্বারটি দেখা যাচ্ছে দেখুন কলমের মতো একটি আইকন দেখাচ্ছে সেখানে ক্লিক করুন


(এবার নিচের ছবিতে দেখুন)এবার নাম্বারের পাশে একটা আইকন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন এবং সেখান only me নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন



সেখানে only me হচ্ছে না চলুন সেখানে থেকে বেরিয়ে আসুন ।


এবার আপনার ফেসবুক একাউন্ট সেটিং এ চলে যান


 তারপর privacy settings চলে যান


সেখানে যাওয়ার পর দেখুন  who can see your cantact information সেখানে ক্লিক করুন


সেখানে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার Address কে ও লক করে রাখতে পারেন আপনি আপনার ফোন নাম্বার দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন সেখান থেকেonly me করে দিন




সেটিং এর কাজ  শেষ এবার আগের মতো প্রোফাইলে এবাউট গিয়ে দেখুন অনলি মি হয়েছে কিনা না হলে সেখান থেকে অনলি করে দিন এর আগে হয়নি ঠিকই কিন্তু এখন‌ হবে  আপনি সেটিং এর কাজ ঠিক মত করতে পারলে সেখানে হয়ে যাবে।

আমাদের কথা:

যদি কোনো অভিযোগ থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর techbd345.blogspot.com পাশে থাকবেন

ধন্যবাদ


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন