মোবাইলের প্রসেসর কি বা কাকে বলে জেনে নিন
হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।এটা নতুন ব্লগ এবং ব্লগের প্রথম পোস্ট। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল কথাই যাই
অনেকে মোবাইল কিনতে গেলে একটু হতাশ হয়ে পড়ে ,""কি মোবাইল কিনলে ভালো হবে,কোনটি কিনলে বেশি দিন টিকবে"মোবাইল স্লো হবে না
তো।আরো অনেক কিছু মাথায় আসে।তাই আশা করি এই পোস্ট টি পড়ার পর সমস্যা দূর হয়ে যাবে।
আসলে একটি ভালো মোবাইল নির্ভর করে ভালো প্রসেসরের উপর
এই পোষ্টে যা যা থাকছে
প্রসেসর কি বা কাকে বলে?
কোন প্রসেসর সবচেয়ে ভালো?
প্রসেসরের কোর নির্নয়?
প্রসেসর কি বা কাকে বলে?
প্রসেসর কে মোবাইলের প্রান বলা যায়,লেপটপ কিংবা কম্পিউটারে প্রসেসর থাকে তেমনি আমাদের মোবাইলে ও প্রসেসর থাকে। যা ছাড়া মোবাইল কিংবা কম্পিউটা বা লেপটপ কে অচল বলা হয়।মোবাইলের ভিডিও হতে শুরু করে ইন্টারনেট ব্যবহার করা গেম খেলা কলা এ সব কিছুই প্রসেসরের মাধ্যমেই হয়। মূলত মোবাইলের সকল কাজ এই প্রসেসর একাই সম্পাদনা করতে পারে।
কোন প্রসেসর সবচেয়ে ভালো?
প্রসেসর অনেক ধরনের রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনটি প্রসেসরের কথা এখন বলবো। প্রসেসর গুলো হলো
স্নাপড্রাগন
মিডিয়াটেক
আর এক্সিনস
এই তিনটির মধ্যে তিনটিই মধ্যে মোটামুটি ভালো এদের সবচেয়ে এগিয়ে আছে স্ন্যাপড্রাগন ।এটি একটি আমেরিকান কোম্পানি। স্নাপড্রাগনের কথা বলতে গেলে এর একটি আলাদা বৈশিষ্ট্য তা হলো অন্যান্য প্রসেসরের তুলনায় কম গরম হয় আর আর কম যায়। স্ন্যাপড্রাগন জনপ্রিয় প্রসেসর গুলো হলো
- Snapdragon 400 Series (Quad Core)
1.Snapdragon 400(3G Chipset)
2.Snapdragon 410(4G Chipset) - Snapdragon 600 Series (Hexa Core)
1.Snapdragon 650
2.Snapdragon 652 - Snapdragon 800 Series (Octa Core)
1.Snapdragon 820
2.Snapdragon 810 (ফ্রিকোয়েন্সি ভেদে কোর সংখ্যার পরিবর্তন হতে পারে)
মিডিয়াটেক
মিডিয়াটেক হচ্ছে একটি তাইওয়ান কোম্পানির তৈরি প্রসেসর। আগে যখন স্নাপড্রাগণ ছিলনা তখন এই মিডিয়াটেক দিয়ে মোবাইল চলত।
স্ন্যাপড্রাগন এর তুলনায় মিডিয়াটেক একটু বেশি তাপ উৎপন্ন করে কারণ তারা কোরের সংখ্যা বেশি দেয় আর এরই সাথে ব্যাটারি একটু বেশি খায় তবে পর্যাপ্ত পরিমাণ র্যাম রম থাকলে উচ্চ কর্মদক্ষতা প্রদান করতে পারে। মিডিয়াটেক জনপ্রিয় কিছু প্রসেসর গুলো
MT6752, MT6582, MT6592, MT6595, MT6732, MT6735, MT6737, MT6738, MT6750, MT6752, MT6753, MT6795, Helio X20, Helio X25.
এক্সিনস
এক্সিনোস হচ্ছে একটি স্যামসাং কোম্পানির প্রসেসর তারা নিজেরাই নিজেদের তৈরি করে এটি শুধু স্যামসাং এ ব্যবহৃত হয় এবং এর কর্মদক্ষতা ভালো ও ভালো পারফর্মেন্স দিতে পারে।
প্রসেসর কোরের সংখ্যা
স্নাপড্রাগণ মিডিয়াটেক এবং এক্সিনোস যে কোন প্রসেসর কোর থাকে আর এই করে নির্ভর করে মোবাইলটির কর্মদক্ষতা কোরের সংখ্যা যত বেশি মোবাইলটি যত ফাস্ট চলে।
প্রসেসর এর কোর গুলো dual core, quad-core hexa -core,octa core.
ডুয়েল কোর ২
কোয়াড কোর ৪
হেক্সা কোর ৬
অক্টা কোর ৮
মোবাইলটির কোর যত বেশি থাকে মোবাইলটি তত ফাস্ট চলে। আপনার হাত যদি দুইটি হয় তাহলে আপনি কম কাজ করতে পারবেন আর যদি ৪ হয় তাহলে আরো বিভিন্ন কাজ করতে পারবেন আর যদি ৬ হয় আরো বেশি কাজ করতে পারবেন আর যদি ৮হয় আরো বেশি কাজ করতে পারবে কাজগুলো অল্প সময়ের মধ্যে করতে পারবেন
তাই মোবাইলেও যত বেশি কোর থাকে মোবাইলটি। ফাস্ট চলতে সাহায্য করে কারণ কোরের সংখ্যা বেশি হলে অল্প সময়ের মধ্যে কাজ গুলো করতে পারে তাই মোবাইলটি গরম কম হয় এবং স্লো হওয়ার সম্ভাবনা কম থাকে ।
এই ছাড়া মোবাইলের GHz / ওপর লক্ষ্য রাখবেন মোবাইলের GHz যাতে ১.৫ এর উপরে হয়
কারণ GhZ যত বেশি হয় ততো মোবাইল গরম কম হয় তাই মোবাইল কিনার সময় গিগাহার্টস এর উপর লক্ষ্য রাখা উচিত
ধন্যবাদ