কত জিবি র্যাম লাগে ফ্রি ফায়ার বা পাবজি খেলার জন্য

  কত জিবি র্যাম লাগে ফ্রি ফায়ার ও পাবজি খেলার জন্য 


ফ্রি ফায়ার গেম খেলার জন্য কেমন মোবাইল প্রয়োজন র্যাম রম কত হওয়া উচিত ।এসব প্রশ্ন অনেকের মাঝে আসে ।এই পোষ্টে পেয়ে যাবেন আপনার সব প্রশ্নের উত্তর।

মোবাইল কেনার সময় অনেকে ভাবে।এই মোবাইলে কি ফ্রি ফায়ার বা পাবজি খেলা যাবে।তাই কোন গেমে কত জিবি লাগে কেমন প্রসেসর প্রসেসর প্রয়োজন তা নিচে দেওয়া হলো

ফ্রি ফায়ার:

র্যাম: ফ্রি ফায়ার গেম ২জিবি র্যাম এ ও খেলা যায়। কিন্তু ৩ জিবি হলে ভালো হয়।কারন এতে লেগ করার সম্ভাবনা একদম কম থাকে।১জিবি তেও খেলা যায় কিন্তু কয়েকদিন খেলার পর লেগ করবে

রম: গেম খেলার জন্য র্যাম এর পাশাপাশি রমের দিক ও ভাবতে হবে রম যাতে ৩২ জিবি হয় ১৬ জিবি থাকলে সমস্যা নেই। কিন্তু ফোন মেমোরি খালি থাকলে মোবাইল স্লো হওয়ার সম্ভাবনা কম থাকে।তাই খেয়াল করবেন যাতে ফোন মেমোরি পুরে না যায়

প্রসেসর:

র্যাম রম এর পাশাপাশি প্রসেসর এর দিকে নজর দিতে হবে।কারন প্রসেসর হচ্ছে মোবাইলের প্রান।তাই অবশ্যই প্রসেসরের দিকে লক্ষ্য রাখবেন যাতে ভালো মানের প্রসেসর হয়। চেষ্টা করবেন স্ন্যাপড্রাগন নেয়ার এটি ভালো মানের প্রসেসর। মিডিয়াটেক হলে জি সিরিজ এর মধ্যে হয় কারণ মিডিয়াটেকের জি সিরিজ এর প্রসেসর গুলো গেমিং প্রসেসর

গেমিং ফোন কেনার সময় অবশ্যই প্রসেসর এর দিকে নজর রাখবেন

পাবজি: 

র্যাম: পাবজি খেলতে হলে মোবাইলে ৩ জিবি র্যাম থাকতে হবে। তাহলে অনয়াসে খেলতে পারবেন।আর চেষ্টা করবেন ৪ জিবি নেওয়ার।

রম:গেম খেলার জন্য র্যাম এর পাশাপাশি বেশি রম ও প্রয়োজন। রম যাতে ৬৪ জিবি হয় ,৩২ হলে ও সমস্যা নেই ফোন মেমোরি অবশ্যই খালি রাখবেন।

শুধু গেম খেলাই নয় ভালো মানের প্রসেসর কারনে মোবাইল হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে না 

তাই সবার আগে প্রসেসর এর দিকে লক্ষ্য রাখুন

ধন্যবাদ

 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন