পুরাতন মোবাইল বিক্রি বা কেনার আগে যেসব বিষয় জানা উচিত
অনেকে টাকা বাঁচানোর জন্য হয়তো বা কম বাজেট থাকলে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চায় আবার কেউ কেউ মোবাইল বিক্রি করে টাকার জন্য আজ আমি এই আর্টিকেলে বলবো ফোন বিক্রির পর তার হাতে দেওয়ার আগে মোবাইলে কি কি করতে হবে আর কেনার আগে কি কি বিষয় লক্ষ্য করতে হবে সে বিষয়ে বলবো। তাহলে শুরু করা যাক আজকের ট্রপিক
মোবাইল কেনার আগে যে বিষয়গুলো জানা উচিত:
পুরাতন মোবাইল সে মানুষ থেকে কিনুন যে আপনার কাছে খুব বিশ্বাসের।সেই মানুষ থেকে মোবাইল কিনলে আশা করি খারাপ হবে না।
ফোনটি আগে হাতে নিয়ে দেখুন মোবাইল টি কি খোলা পরছে না পরে নাই।তবে খোলা না পরা ফোন নেওয়াই ভালো।এরপর মোবাইলটি ভালো করে একটু চালিয়ে দেখুন দেখুন প্রসেসরে কোনো সমস্যা আছে কি না
•আরো পড়ুন
•মোবাইলের প্রসেসর সম্পর্কে জেনে নিন
সমস্যা থাকলে সে ফোন না কেনাই বলো।যে ভাবে বুঝবেন প্রসেসরে সমস্যা কোনো সফটওয়্যারে ঢুকলে একটা লেখার মাধ্যমে ই আপনাকে বাহির করে দেবে
নিচের ছবি টি দেখুন
তারপর যেটি করতে সেটি হলো অন্ধকারে নিয়ে মোবাইলের ব্র্যাটনেস বাড়িয়ে দেখুন ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কি না।থাকলে আলো কাপবে ।
তারপর দেখুন ফোন ফ্রেস আছে কি না।এই বিষয় গুলো যদি লক্ষ্য করেন ।আশা একটি ভালো ফোন কিনতে পারবেন।
ফোন বিক্রি করার পর দেওয়ার আগে কি করা উচিত:
ফোন বিক্রি করার পর দেওয়ার আগে অবশ্যই ফোন রিসেট করে দিন।কারন এতে আপনার ডেটা গুলো মুছে যাবে।আর যদি ডেটা গুলো ব্রেকআপ করে নিতে পারেন
আমাদের কথা: যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পোস্ট করলেই যাতে পেয়ে যান সে জন্য ইমেইল দিয়ে ফলো করে রাখুন
ধন্যবাদ