ফেসবুক একাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে
ফেসবুক একাউন্ট হ্যাক হয় নি এমন কথা শুনে নি খুঁজে দেখলে এমন লোক পাওয়া যাবে না। হ্যাকারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট মূহুর্তেই হ্যাক করে ফেলতে পারে
এজন্য দরকার ফেসবুকে অধিক নিরাপত্তা। ফেসবুক ইতিমধ্যে কয়েকটি ফিচার চালু করেছে আইডি গুলো কে নিরাপত্তা দেওয়ার জন্য।তাই ফেসবুক আইডিকে নিরাপত্তা দেওয়া জন্য কিছু বিষয় লক্ষ্য করলেই আশা করি আর আইডি হ্যাক হবে না আমার জানা আমার মতে।তাই আমি আজ অভিজ্ঞতা থেকেই বলবো।
ফেসবুক হ্যাক থেকে বাঁচার জন্য নিচের বিষয়গুলো লক্ষ্য করুন:
পাসওয়ার্ড:আমি প্রথমে বলবো পাসওয়ার্ড নিয়ে, আপনি পাসওয়ার্ড প্রতি ২-৩ মাস পর পর পাল্টান এতে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে।
প্রোফাইল লক: আপনার প্রোফাইলকে লক করে রাখুন এতে করে আপনার ফেসবুক ফ্রেন্ডস ছাড়া অন্য কেউ দেখতে পারবে না।
ফেক লিংক বা ওয়েবসাই:সন্দেহ জনক লিংক বা কোনো ফেক ওয়েবসাইটে প্রবেশ না করা।
•আরো পড়ুন.......
•ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ১ক্লিকেই
•ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন কোনো সফটওয়্যার ছাড়াই
টু -ফেক্টর অথেনটিকেশন:এটি সেটাপ করলে আপনার একাউন্ট অনেক সুরক্ষিত থাকে।কারন ফেসবুক আইডি যাতে হ্যাক না হয় সেজন্য ফেসবুক এই ফিচারটি চালু করেছে,এটি চালু করলে আপনি প্রতিবার আইডি লগইন করার সময় আপনার নাম্বারে একটি কোড যাবে সেটি দিলেই আপনি একাউন্টে ঢুকতে পারবেন।অন্য কেউ আপনার আইডি লগইন করতে গেলে আপনার নাম্বারে কোড চলে আসবে।এটি চালু করার সময় আপনি আপনার ব্যাক্তিগত নাম্বারটি দিবেন যেটি আপনি নিয়মিত ব্যবহার করেন।
আমাদের কথা:
আমাদের লেখা গুলো কেমন লাগে তাহলে জানিয়ে দিন কমেন্টে আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন
ধন্যবাদ