ফেসবুক একাউন্ট ডিলিট

 ফেসবুক একাউন্ট কীভাবে ডিলিট করবেন জেনে নিন

স্যোশাল মিডিয়ায় এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক।আর এই  আধুনিক যুগে ফেসবুক একাউন্ট কম বেশি সবারই আছে।  কেউ কেউ একের অধিক একাউন্ট খুলে থাকেন। অনেকে ২-৩,৫ টা একাউন্ট খুলে। একাউন্ট খোলার পর অনেকে চিন্তা করে একটি একাউন্ট রেখে বাকি গুলো ডিলিট করবো কিন্তু কিভাবে করবো? আবার কেউ বলে আমি একটি একাউন্ট ডিলিট করতে চাই কিন্তু কিভাবে করবো?এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি আপনার একাউন্ট ডিলিট বা ডিএক্টিভেট করবেন চলুন জেনে নেওয়া যাক কি ভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবেন। 

ফেসবুক একাউন্ট ডিলিট করতে হলে প্রথমে আপনার ফেসবুক সেটিং এ চলে যেতে হবে 


 তারপর personal information এ চলে যান


সেখানে যাওয়ার পর account deaecative নামে একটা লেখা আছে সেখানে ক্লিক করুন


সেখানে যাওয়ার পর এই রকম একটা পেজ আসবে  l have another Facebook account. এটি ক্লিক করে দিন তারপর continue তে ক্লিক করুন


এরপর  deactivate account এ ক্লিক করুন


হয়ে গেল আপনার একাউন্ট ডিলিট।তবে স্থানী ভাবে মুছে যেতে 14 দিন সময় লাগবে তাই ডিএক্টিভ করার পর আবার লগিন করবেন না লগিন করলে আইডি আবার রিএক্টিভ হয়ে যাবে।

ডিএক্টিভ করার পর অন্য আইডিতে গিয়ে  ডিএক্টিভ করা আইডি টি দেখুন

কিছুই দেখা যাবে না

আমাদের কথা;

যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন আমি অন্য ভাবে দেওয়ার চেষ্টা করবো

এবং পরবর্তী পোস্ট পেতে ইমেইল দিয়ে ফলো করে রাখুন তাহলে পোষ্ট করলেই নোটিফিকেশন চলে যাবে।

ধন্যবাদ


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন