কীভাবে ফেসবুক একাউন্টে জিমেইল আইডি এড করবেন জেনে নিন

 আপনারা যারা ফেসবুক একাউন্টে জিমেইল এড করতে পারেন না তাদের জন্যই এই ট্রপিক।

অনেকে প্রথমে ফেসবুক একাউন্ট নাম্বার  দিয়ে খুলেছেন কিন্তু  এখন জিমেইল এড করবেন কিন্তু পারছেন না ।তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফেসবুক একাউন্টে জিমেইল এড করবেন।

প্রথমে আপনি আপনার ফেসবুক সেটিং এ চলে যান


তারপর দেখুন prasonal information নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন


তারপর লেখা আছে আছে add email Address সেখানে ক্লিক করুন


এখন  দুটি লেখা দেখাচ্ছে add email Address or add number আপনি যেহেতু জিমেইল এড করবেন তাই add email Address ক্লিক করুন


সেখানে ক্লিক করার পর আপনি এবার যে জিমেইল টি এড করতে চান সেটি দিন আর নিচে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিন তারপর add email ক্লিক করুন

(ছবিতে দেখুন)


ক্লিক করার পর আপনি যে জিমেইলটি দিয়েছেন সেটিতে একটি কোড যাবে ৬ ডিজিটের সেটি এখানে বসিয়ে দিন


 

আপনি আপনার জিমেইলে ঢুকলেই কোডটি পেয়ে যাবেন সেটি এখানে বসিয়ে submit করে দিন।

আমাদের কথা: আপনাদের একটি কমেন্ট হতে পারে আমাদের আগামীদিনের পথ চলা তাই আপনার মতামত টি কমেন্ট জানিয়ে দিন 

ধন্যবাদ


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন