ফেসবুক একাউন্টের নাম যেভাবে পরিবর্তন করবেন

 ফেসবুক একাউন্টের নাম কীভাবে পরিবর্তন করবেন

ফেসবুক একাউন্টের নাম কীভাবে পরিবর্তন করবেন জেনে নিন

ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করুন

অনেকে অনেক কারনে নাম পরিবর্তন করতে চায় একটা নতুন নাম দিতে চায় কারোও কাছে আবার তার আইডির নাম ভালো লাগছে না সে পরিবর্তন করবে কিন্তু পারছে না ।হয়তো তাহলে পোষ্টটা তার জন্যই আজকের এই ট্রপিকে বলবো কীভাবে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করবেন।এটি করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে আপনার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন।

আপনাকে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতে হলে প্রথমে যা করতে হবে তা হলো আপনার ফেসবুক সেটিং এ চলে যান


সেটিং এ যাওয়ার পর prasonal informationনামে একটা লেখা আছে সেখানে ক্লিক করুন


Prasonal informationএ যাওয়ার পর এবার আপনার একাউন্ট কি কি করতে সব সেখানে দেখাচ্ছে এবার Name নামে একটি অপশন আছে যেখানে আপনার বর্তমান ফেসবুক নামটি রয়েছে সেখানে ক্লিক করুন


এবার মূল পেজে চলে এসেছেন সেখানে first name , midle name  and last name এ তিনটি লেখা দেখবেন। first name এর যায়গায় আপনার বর্তমান নামটি কেটে নতুন নামের প্রথম অংশ দিন ।midle name নাম না দিলে ও চলবে  last name এখানে আপনার বর্তমান নামটি কেটে নতুন নামের দ্বিতীয় অংশ দিন।

••আরো পড়ুন....


(যেমন ধরুন আপনার নাম AB তাহলেFirst name A এবং last name B এরকম দিন এখানে আমি শুধু উদাহরণ দিয়েছি) তারপর review changeএ ক্লিক করুন


 Review changeএ ক্লিক করার পর আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলবে সেটি দিন 


পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে save change এ ক্লিক করুন 

হয়ে গেল আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন তবে একটা কথা নাম পরিবর্তন এর ৬০ দিন পর আপনার নাম আবার পরিবর্তন করতে পারবেন এর আগে পারবে না

আমাদের কথা:

আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন অথবা আমাদের ফেসবুক গ্রুপে বলতে পারে আমাদের ফেসবুক গ্রুপের নাম techbd345.blogspot.com এটি লিখলেই পেয়ে যাবেন।

ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন