ফেসবুক ট্যাগ বন্ধ করবেন কিভাবে জেনে নিন
ট্যাগ করলেও আপনার প্রোফাইলে আসবে না
এই আধুনিক যুগে সোস্যাল মিডিয় সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক।আর এই যুগে ফেসবুক কম বেশি সবাই ইউজ করে। সেই ফেসবুকের মাধ্যে একটি শব্দ আছে ট্যাগ যা কারোও কারোও কাছে বিরক্তি ও বটে।আর ট্যাগ উঠাতে উঠাতে বিরক্ত হয়ে যাচ্ছেন। সমস্যা নেই আজ থেকে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। না আসবে ট্যাগ, না করতে হবে কষ্ট, শুধু আপনি আপনার পছন্দ মতো আপনার টাইমলাইনে এড করতে পারবেন ।এই কাজটি করতে আপনার সময় লাগবে মাত্র ৫ মিনিট কি বিশ্বাস হচ্ছে না হে এখন দেখলেই বিশ্বাস হবে আমি সত্যি বলছি নাকি মিথ্যা চলুন সেটা না হয় কাজেই প্রমাণ দেই।
আপনি প্রথমে আপনার ফেসবুক একাউন্ট সেটিং এ চলে যান
সেটিং এ যাওয়ার পর সেখানে দেখুন profile & tagging নামে একটা অপশন আছে সেখানে ক্লিক
(এবার নিচে লক্ষ্য করুন) দেখুন reviewing এর নিচে দুই অপশন আছে সেগুলোকে চালু করে দিন।
কাজ হয়ে গেছে এখন থেকে আপনার ফেসবুকে কেউ ট্যাগ করলে আর প্রোফাইলে আসবে না।
তাহলে কোথায় আসবে সেই ট্যাগ গুলো যে আপনাকে করেছে সেই ট্যাগ গুলো দেখতে হলে আপনি আপনার প্রোফাইলে চলে যান সেখানে আপনার প্রোফাইল পিকচার এর ডান পাশে তিনটি ( ... ) এরকম চিহ্ন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন
এর একটা লেখা আছে review post and tag এই লেখায় ক্লিক করুন
এখানে আপনার সকল ট্যাগ এসে জমা হবে আপনি যদি আপনার টাইমলাইনে এড করতে চান তাহলে এড টাইমলাইনে ক্লিক করলেই হয়ে যাবে।
আমাদের কথা: আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি বিভিন্ন সমস্যা সমাধান দেওয়ার এখন আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে http:/techbd345.blogspot.comকে বলতে পারেন