কীভাবে স্মার্টফোনটির ব্যাটারি ভালো রাখা যায়

  কীভাবে স্মার্টফোনটির ব্যাটারি ভালো রাখা যায় জেনে নিন


স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যাটারি। তাই জেনে নিন কিভাবে মোবাইলের ব্যাটারি রাখবেন।

অর্জিনাল চার্জার ব্যবহার করা

স্মার্টফোনের  ব্যাটারি ভালো রাখার জন্য অর্জিনাল চার্জার ব্যবহার ।কোন কারনে অর্জিনাল চার্জার নষ্ট হয়ে গেলে নকল চার্জার করি এতে মোবাইলের ব্যাটারির আয়ু কমে যায়।

সঠিক চার্জার নির্বাচন

অর্জিনাল চার্জার এর আউটপুট টি দেখে নিন সেটি দেখে চার্জার কিনা উচিত। চার্জর এর আউটপুট চার্জার মধ্যে আছে সেটি অনুযায়ী কিনা উচিত।

সারারাত চার্জ না করা 

আমরা অনেকেই আছি রাতে মোবাইল চার্জে লাগিয়ে ঘুমাতে যাই । কিন্তু এতে মোবাইলের ব্যাটারির আয়ু কমে ।তাই সারারাত চার্জ না  

ব্রেটনেস অটো রাখা

মোবাইলে যখন ব্রেটনেস অটো রাখা তখন আলোতে গেলে আলো বেড়ে যায় আর অন্ধকারে গেলে কমে এতে ব্যাটারির চার্জ কম যায়।এবং ব্যাটারি ভালো থাকে।

পুরুপুরি চার্জ শেষ না করা 

কোনো সময় কি খেয়াল করেছেন মোবাইলের চার্জ ১৫% এ চলে আসে তখন কয়েক মিনিটের মধ্যে  শেষ হয়ে যায়। তাই মোবাইলের চার্জ ২০% এর নিচে আনা উচিত এতে ব্যাটারির আয়ু কমে যায়।

সেভ মোড ব্যবহার করা

ব্যাটারি সেভ ব্যবহার করলে চার্জ অনেকাংশ  কম যায়। এতে ব্যাটারির আয়ু বাড়ে।বার বার চার্জে লাগাতে হয় না।

চার্জে রেখে মোবাইল না টিপা

ব্যাটারি আয়ু কমে যাওয়ার মূল কারণ হচ্ছে মোবাইলকে চার্জে বসিয়ে টিপা এতে অল্প কয়েক দিনে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে।তাই মোবাইল চার্জে বসিয়ে না টিপা উচিত।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন