মেসেঞ্জার কীভাবে লগ আউট করবেন জেনে নিন
যখন জরুরি ভাবে অন্যের মোবাইলে মেসেঞ্জার লগ ইন করে থাকেন অথবা অন্য একটি আইডি লগ ইন করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাহলে এই পোস্টটি আপনার জন্য।আজ আজ আমি বলবো কীভাবে আপনি আপনার মেসেঞ্জার লগ আউট করবেন।চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রপিক।এটি করলে আপনার মেসেঞ্জার লগ ইন করা একাউন্ট গুলো সাইন আউট হয়ে যাবে,
•আরো পড়ুন
- ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করুন
- ফেসবুক ট্যাগ বন্ধ করুন
- পুরাতন মোবাইল বিক্রি বা কেনার আগে যেসব বিষয় জানা উচিত
প্রথমে আপনি আপনার মোবাইল সেটিং এ যান সেখানে App/ application নামে একটা অপশন সেটি খুঁজে বের করুন। সেখানে আপনার মোবাইলের সকল apps রয়েছে সেখানে আপনার মেসেঞ্জার ও রয়েছে সেটিতে ঢুকুন তারপর storage লেখায় ক্লিক করুন তারপর একপাশে data clear নামে একটা লেখা আছে সেখানে ক্লিক করে ওকে করে দিন ডাটা ক্লিয়ার হয়ে গেলেই আপনার মেসেঞ্জারের সব সেখানে সাইন আউট/ডিলিট হয়ে যাবে এবার আপনি আপনার পছন্দ করা একাউন্টি লগইন করতে পারবেন।
ধন্যবাদ