মোবাইলের ফেক্টরি রিসেট

 মোবাইলের ফেক্টরি রিসেট বা হাত প্লাস কীভাবে করবেন জেনে নিন

মোবাইলে ফেক্টরি রিসেট যেভাবে করবেন

আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় দরকার হয়ে পড়ে। বিশেষ করে মোবাইল যখন স্লো হয়ে যায় অথবা অন্য কোনো প্রোগামিং সমস্যা হলে। আজকের  যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আপনার এন্ড্রয়েড মোবাইলে কীভাবে হাত প্লাস বা ফেক্টরি রিসেট করবেন।

আমরা এই কাজটি দুই ভাবে করতে পারি আজকে আমি একটি দেখাবো অন্য টি পরের পোস্টে পাবেন সমস্যা নেই। আজকে যেটি করবো সেটি সেটিং থেকে করবো।আর অন্যটি করতে হবে মোবাইলের বাটন দিয়ে যাই হোক সেটি আমি পরবর্তীতে পোষ্টে দেব। তো শুরু করা যাক আজকের ট্রপিক।আপানাকে ফোন রিসেট দেওয়ার আগে যেসব বিষয়ে খেয়াল রাখা উচিত 

  • আপনার ফোন মেমোরির সব ডাটা অথবা ফাইল যাই থাকুক না কেন সেগুলোকে মোভ করে একটি মেমোরিতে নিয়ে নিন কারন ফোন রিসেট দিলে আপনার ফোন মেমোরির সবকিছু মুছে যাবে।
  • আপনার মোবাইলের ফাইন্ড অন চালু আছে কিনা দেখে নিন কারন ফাইন্ড চালু থাকলে ফোন রিসেট করার পর যে জিমেইল অ্যাকাউন্ট দিয়েছেন ফাইন্ড অন চালু করেছেন সেটির পাসওয়ার্ড চাইবে ।আর যদি জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড মনে থাকে তাহলে ফাইন্ড চালু রেখে রিসেট করতে পারেন।আর পাসওয়ার্ডটি যদি মনে না থাকে তাহলে ফাইন্ড অন বন্ধ করে  রিসেট দিন। এ দিকে ভালো ভাবে নজর দিবেন।
  • গুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলো ব্রেকআপ করে মেমোরিতে নিন।
এই কাজ গুলো হয়ে গেলে আপনি আপনার

সেটিং এ চলে যান সেখানে  গিয়ে দেখুন রিসেট অপশন নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন


সেখানে ক্লিক করার পর  erase all data / factory reset এই রকম একটা নাম দেখবেন সেখানে ক্লিক করুন

এর পর দেখুন Reset phone লেখা আছে সেখানে ক্লিক করলেই হয়ে যাবে তারপর ফোন অটোমেটিক খুলে যাবে শুধু মাত্র আপনাকে সেটাপ করে নিলেই হবে


আমাদের কথা: আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজ কথবা ফেসবুক গ্রুপে বলতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ techbd345.blogspoy.com ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন ।

ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন