রিয়েলমি নারজো ২০

 ক্যামেরা এবং গেমিং এ দুইটি নিয়ে এবার রিয়েলমি আনলো রিয়েল মি নারজো ২০

অসাধারণ একটি ফোন

রিয়েলমি নারজো ২০ খুব অসাধারণ। রিয়েলমি নারজো ২০  ফোনটি রিলিজ হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২০ সালে।আমি এর আগে আমি রিয়েলমি নারজো ৩০এ ফোনটি নিয়ে রিভিউ দিয়েছিলাম সেই ফোনটি পিছিয়ে ছিল ক্যামেরার দিক থেকে।

কিন্তু এই রিয়েলমি নারজো ২০ সব দিক দিয়েই সেরা বলা যায়।

তো আমি আজকে এই রিভিউতে ফোনটির গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে তুলে ধরবো

রিয়েলমি নারজো ২০ এর রিভিউ :

ডিজাইন:

রিয়েলমি নারজো ২০ ফোনটি একটি ডিজাইন করেছে পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং নিচের দিকে রয়েছে চার্জার , স্পিকার, ইয়ারফোন। সব মিলিয়ে অসাধারণ একটি ডিজাইন করেছে তারা।

এই ফোনটির কালার সিলভার কালার আর ভিক্টোরি ব্লু।

ক্যামেরা:

এই ফোনটিতে ক্যামেরা ব্যবহার করেছে তিনটি,একটি 48 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের।

সামনের ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেল 

ডিসপ্লে:

রিয়েলমি নারজো ২০ তে এইচডি প্লাস  আইপিএস এলসিডি ওয়াটারড্রোপ মিনি ফুল স্কিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে,৭২০*১৬০০।এর সাইজ ৬.৫"

৩ডি স্লট:

দুইটি সিম ও একটি অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ২৫৬ জিবি পর্যন্ত

নেটওয়ার্ক:

ফোনটিতে ২জি ৩জি ৪জি সাপোর্ট করে।

পারফরম্যান্স:

রিয়েলমি নারজো ২০ তে পারফরম্যান্স হিসেবে প্রসেসর দিয়েছে এককথায় অসাধারণ। এতে গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। হাই কোয়ালিটি প্রসেসর ব্যবহার করা হয়েছে যার কারণে অনায়াসে গেম খেলতে পারবেন। 

•••আরো পড়ুন.....

কম বাজেটে গেমিং ফোন রিয়েলমি নারজো ৩০

এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

মোবাইল প্রসেসর কি বা কাকে বলে জেনে নিন


এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮৫  octa-core ২.০০ গিগাহার্জ প্রসেসর। এটি গেমিং প্রসেসর এর কারনে  ফ্রি ফায়ার ও পাবজি খেলতে পারবেন।আর গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি৫২

রেম রম:

এর নাম হচ্ছে 4জিবি এবং রম হচ্ছে 64 জিবি

অপারেটিং সিস্টেম:

অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা রিয়েলমি ইউআই ২ , এন্ড্রোয়েড ১০ ব্যবহার করেছে

ব্যাটারি:

এতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৬০০০ এমএইচ।আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দিয়েছে ১৮ওয়াট কুইক ফাস্ট চার্জার।

আর ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৩৯৯০টাকা।

আমার পরামর্শ:একটু বেশি টাকা দিয়ে যখন ফোন কিনতে চাচ্ছেন তাহলে একটু দেখে কিনুন আর মোবাইলের বাইরের দিক থেকে ভিতরের দিক গুলো লক্ষ্য করুন।আর চেষ্টা করুন বাজেটর মধ্যে ব্র্যান্ডের ফোন গুলো কিনার জন্য।

আমাদের কথা:

আপনার যদি কোনো মোবাইল সমন্ধে জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন।আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন ।

ধন্যবাদ


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন