কীভাবে ওয়েবসাইট থেকে ইনকাম হয় আজ সে বিষয়ে বলবো।
আপনি চাইলে ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন।এখন ওয়েবসাইট থেকে মাসে২-৩শ ডলার আয় করা যায়। কীভাবে ওয়েবসাইট খুলে টাকা ইনকাম করা সে বিষয়ে বলবো।এই পোস্টটিতে আমি শুধু ওয়েবসাইট বিষয়ে ধারনা দিব আর কীভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করে সে বিষয়ে ও বলবো।এ ছাড়াও কীভাবে ফ্রি ওয়েবসাইট খুলবে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো তাই আশা করি আমাদের সাথেই থাকবেন।তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
ওয়েবসাইট কি:
ওয়েবসাইট হলো কোনো এক ওয়েব সার্ভারে ভিডিও,ছবি ,লেখা, অডিও ইত্যাদি বিষয় গুলো দিয়ে থাকে। যে গুলো আমরা গুগলে সার্চ করলে পাই।
ওয়েবসাইট বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন: কেউ ব্যবসায়ের জন্য,কেউ আবার অনলাইন ব্যবসা করা, শিক্ষা,ইনকাম, লেখালেখি,আরো বিভিন্ন কাজে ওয়েবসাইট প্রয়োজন।
তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ওয়েবসাইট কীভাবে বানাবো? এটি তৈরি করার জন্য কি টাকা লাগবে?
উত্তরে ওয়েবসাইট বিভিন্ন ভাবে তৈরি করা যেমন, কোডিং শিখে , ব্লগার দিয়ে , ওয়ার্ড প্রেস এর মাধ্যমে তৈরি করা যায়।আর আপনি যদি একটি সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ব্লগ দিয়ে তৈরি করতে পারবে। কীভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ পর্ব তৈরি করবো ।
আশা করি ওয়েবসাইট নিয়ে বুঝতে পেরেছেন।
এখন বলবো ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করে?
খেয়াল করুন আপনি যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন সেখানে তখন অনেক গুলো এড দেখা যায় এই এড গুলোর মাধ্যমে ইনকাম হয়। এই এড গুলো দেখায় গুগল এডস।আর যার ওয়েবসাইটে দেখায় তাকে টাকা দিয়ে থাকে।আর গুগল এডসকে টাকা দিয়ে থাকে বিজ্ঞাপন কোম্পানি গুলো। আর ওয়েবসাইট গুলোকে টাকা দিয়ে থাকে গুগল এডসেন্স।
উদাহরণ হিসেবে বলা যায়
দরুন আপনার একটি ব্যবসা আছে এখন আপনি আপনার পন্য গুলো অনলাইনে সবার সামনে উপস্থাপন করতে চান,এখন আপনি কি পারবেন একা সবার মাঝে বিজ্ঞাপন দিতে এখন আপনি যদি গুগল এড বলেন যে আপনার বিজ্ঞাপনটি প্রচার করার জন্য তাহলে তারা বিভিন্ন জায়গায় প্রচার করবে।
আর এর জন্য আপনাকে কিছু টাকা গুগল এডস কে দিতে হবে।আর সেই টাকা ৪০-৫০% এডসেন্স রেখে দেয় আর বাকি গুলো যাদের ওয়েবসাইটে এড গুলো দেখায় তাদেরকে প্রদান করে থাকে।
এই ভাবে এডসেন্সর মাধ্যমে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করছে।
আশাকরি বুঝতে পেরেছেন।আমি চেষ্টা করছি সর্বোচ্চ বুঝানোর।
""আরো পড়ুন
•পুরাতন মোবাইল কেনার আগে যেসব বিষয়ে জানা উচিত
পরবর্তীতে কীভাবে সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করবেন আমি দেখিয়ে দেব।আর সব শেষে একটা কথা ওয়েবসাইট থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য্য শীল হতে হবে।না হলে সফলতা মিলবে না।
আমাদের কথা:
আপনার যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে ফলো করুন।