বাছাই করা কিছু ভালোবাসার স্টাটাস
১
মনে হয় শুধু আমি আর শুধু তুমি
আর ঐ আকাশের পউষ নিরবতা,,
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে
কতকাল কহিয়াছি আধো- আধো কথা!!
২
রাজার আছে অনেক ছেধন,
আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্র বাসা,
আমার মনে একটি আশা,
তোমায় শুধু ভালোবাসা।
৩
হৃদযের সীমানায় রেখেছি যারে,
হয়নি বলা আজো ভালবাসি তারে।
ভালবাসি বলতে গিয়ে ফিরে- ফিরে আশি।
কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
৪
ভালোবাসাকে যদি
শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়,
তবে বিশ্বাস তার বীজ।
আর পরিচর্যা হলো আবেগ।
৫
তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা।
৬
হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেক।
আমায় শুধু আপন করে, বুকের মাঝে রেখ।
তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে।
ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে।
৭
আমি তোমার মনে নয় বরং তোমর হৃদয়ে থাকব।
মন ভুলে যেতে পারে, হৃদয় সবসময় মনে রাখবে।
আমি তোমাকে ভালবাসি, আমার প্রিয়।
৮
বুক ভরা ভালোবাসাআমি রেখেছি তোমার জন্য।
তুমি যে আমারআমি যে তোমার।
তুমি শুধু আমার জন্যে।
৯
নদীর কষ্ট হয় পানি শূকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা ঝড়ে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে,
আমার কষ্ট হয় বন্ধূ তুমি ভুলে গেলে…!
১০
পৃথিবীতে সেই সবচেয়ে ধনী।
যার একটি সুন্দর মন আছে,,
যার মনে নাই কোন অহংকার,, নাই কোন হিংসা।
আছে শুধু অন্যের জন্য ভালোবাসা।
••আরো পড়ুন.......
>অস্থির ডিজাইন ও গেমিং প্রসেসর নিয়ে রিয়েলমি রিলিজ করলো নারজো ৩০এ
>ক্যামেরা ও গেম নিয়ে রিয়েলমি নারজো ২০
১১
তুমি যদি হও পাখি
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব নাকো মানা,
মনি-মুক্তা নিয়ে আসবো
আমার ডানায় করে।
তা দিয়ে সাজাবো তোমায়
মনের মতো করে।
১২
তুমি আকাশের ওই নীল
আমি মেঘে- মেঘে স্বপ্নিল,
তুমি হাওয়া হয়ে আসো
শুধু আমাকেই ভালোবাসো,
তুমি মনের আলপনা
তুমি সেই প্রিয় কল্পনা…
তুমি ছুঁয়ে দিলে এই মন।
আমি উড়বো আজীবন ।
১৩
আমাদের ভালবাসা গোলাপের মতো,
বসন্তে ফুল ফোটে।
সময় বাড়ার সাথে- সাথে এটি বাড়তে থাকে।
এটি সূর্যের মতো চিরন্তন।
I Love you
১৪
দুষ্টমি নয় Really .
ফাজলামি নয় Seriusly.
ধোকা নয় Sotti.
হিষ্টরি নয় Bastobota.
অন্য কাউকে নয় 2mak.
বলছি-I LOVE U.
১৫
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি- মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।
১৬
কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি,
সুন্দর তোমার মন,ভলোবেসে হারা ২জন,
মায়াবি তোমার আখি,
দিওনা আমায় ফাঁকি,
সুন্দর তোমার হাসি,আমি তোমাকে ভালবাসি।
১৭
ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে,
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
হাত সাজাবো মেহেদি দিয়ে,
আর তোমায় সাজাবো আমি আমার ভালোবাসা দিয়ে।
১৮
সারাক্ষন ভাল থেকো,
ভালবাসা মনে রেখ ।
দিনের বেলা হাসি মুখে,
রাতের বেলা অনেক সুখে॥
নানা রঙের স্বপ্ন দেখ,
স্বপ্নের মাঝে আমায় রেখ॥
১৯
- একটি ছেলেকে ঠিক পথে আনার জন্য ।
- একটি মেয়ে পবিত্র ভালোবাসাই যথেষ্ট ।