ফ্রিতে ওয়েবসাইট তৈরি

সম্পূর্ণ ফ্রি তে ওয়েবসাইট তৈরি (পর্ব-১)





আমি এর আগে একটি পোস্ট দিয়েছিলাম ওয়েবসাইট সম্পর্কে আর সেখানে বলেছিলাম যে  কীভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করবেন ।আজ সেটা নিয়ে হাজির হয়েছি। তো তাহলে শুরু করা যাক ফ্রিতে ওয়েবসাইট তৈরি পর্ব ১। এই পর্বে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইট খুলবেন। আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ব্লগার এর  মাধ্যমে। তো দেখা যাক কিভাবে ওয়েব সাইট খুলবেন। ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে আপনার একটি গুগোল অ্যাকাউন্ট লাগবে। আর একটা কথা বলে রাখি এটি যাতে সম্পূর্ণ ফ্রি সে জন্য একটি গুগল একাউন্টে একটি ওয়েবসাইটে খুলবেন। এবার আপনি আপনার মোবাইলের যেকোন ব্রাউজারে চলে যান ক্রোম ব্রাউজার হলে ভালো হয়। সেই ব্রাউজারে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নিন। এবার সার্চ বারে গিয়ে লিখুন blogger.com । এটি লেখার পর সার্চের একদম উপরে blogger.com নামে একটি লেখা আছে সেখানে ক্লিক করলে তাদের পেজে চলে যাবে। এবার দেখুন ক্রিয়েট ব্লগ নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন, তারপর দেখবেন display name  যে নামে বক্সটি খুলতে চান মানে ওয়েবসাইটটি খুলতে চান সেই গানটি দিন ইনাম টি আপনার ওয়েবসাইটের প্রথমে দেখাবে। নেক্সট এ ক্লিক করুন তারপর দেখবেন আপনার ব্লগ ইউ আর এল মানে যে নামে আপনাকে পাওয়া যাবে

সেখানে আপনি আপনার পছন্দ মত নাম  দিতে পারেন তারপর নেক্সট এ ক্লিক করলে আপনার ব্লগটি ওপেন হয়ে যাবে।

তো এই পর্বে আমি দেখালাম কিভাবে একটি ওয়েবসাইট করবেন পরবর্তীতে দেখাবো কিভাবে পোস্ট করলেন কেমন পোস্ট করবেন।

আমাদের কথা:

আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন অথবা পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে ফলো করুন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন