রিডমি নোট 10প্রো vs রিয়েলমি 8 প্রো

 

ক্যামেরা এবং হাই কোয়ালিটির প্রসেসর নিয়ে রেডমি নোট ১০ প্রো



Redmi note 10 pro vs relme 8 pro

 

এবার আকর্ষণীয় ডিজাইন , ক্যামেরা, এবং হাই কোয়ালিটির প্রসেসর নিয়ে এবার রেডমি বাজারে আনলো রেডমি নোট ১০ প্রো

প্রযুক্তি বাজারে টিকে থাকার জন্য সারা বিশ্বে চলছে স্মার্টফোন কোম্পানি গুলোর মধ্যে প্রতিযোগিতা।আর এই প্রতিযোগিতায়  টিকে থাকার জন্য মোবাইল কোম্পানি গুলো বিভিন্ন রকম ফোন বাজারে আনছে।আর সে রকমই একটি জনপ্রিয় মোবাইল ব্যান্ড শাওমি ইতিমধ্যেই রিলিজ করেছে তাদের নতুন একটি ফোন রিডমি নোট ১০ প্রো

রেডমি নোট ১০ প্রো এর রিভিউ:

এই রিভিউতে মোবাইলটির গুরুত্বপূর্ণ দিক গুলো নিয়ে তুলে ধরবো

ডিজাইন:

ফোনটি ডিজাইনের কথা বলতে গেলে অসাধারণ একটি ডিজাইন করেছে।সাইডে ফিঙ্গারপ্রিন্ট, পেছনে চারটি ক্যামেরা,এবং ৩.৫mm অডিও জেক ,হাই কোয়ালিটির প্রসেসর, বেশি ক্যামেরা ,সব মিলিয়ে আকর্ষণীয় ডিজাইন করেছে।

মোবাইলটির তিনটি কালার রয়েছে

Glacier blue,gradient bronze,onyx grey এ তিনটি কালার নিয়ে ফোনটি রিলিজ করেছে

ক্যামেরা:

পেছনে চারটি ক্যামেরা রয়েছে।মেইন ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল,৮,৫,২ মেগাপিক্সেল।এই ফোনটিতে ক্যামেরার মেগাপিক্সেল বেশি দেওয়ায় অনায়াসে ছবি তুলতে পারবেন।আর সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল

ডিসপ্লে:

ডিসপ্লের সাইজ ৬.৬ ইঞ্চি ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি প্লাস মানে ১০৮০*২৪০০।

নেটওয়ার্ক:

ফোনটি ২জি,৩জি,৪জি সাপোর্ট করে

আর দুটি সিম কার্ড রয়েছে

ব্যাটারি:

৫০২০ এমএইচ এর বড় ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়ার্টের একটি চার্জার দিয়েছে।

••আরো পড়ুন.....

••রিয়েল মি ৮ প্রো

••রিয়েল মি নারজো ২০

••রিয়েল মি নারজো ৩০ এ

পারফর্মেন্স:

স্নাপড্রাগন ৭৩২জি(8nm) অক্টাকোর ২.৩গিগাহার্জ প্রসেসর।

আর জিপিইউ Adreno 618 , 

অপারেটিং সিস্টেম Android 11 

ইউআই ১২ ব্যবহার করা হয়েছে, যেহেতু এতে হাই কোয়ালিটির প্রসেসর ব্যবহার করায় ফ্রি ফায়ার ও পাবজি খেলতে পারবেন।।

রেম রম:

রেডমি নোট ১০ প্রো ফোনটি বিভিন্ন ভাবে বাজারে এনেছে। শুধু পার্থক্য রেম রম এ আর সব কিছু একই।

প্রথমটি:৬ +৬৪,দ্বিতীয়টি ৬+১২৮,এবং শেষটি ৮+১২৮ জিবি।

রেম রমের ভিত্তিতে এর দামের ও পার্থক্য আছে।

ফিঙ্গারপ্রিন্ট:

হ্যাঁ এটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর সেটি সাইড বাটনে দিয়েছে।

রেডমি নোট ১০ প্রো এর বাংলাদেশ প্রাইস:-৬+৬৪জিবি=২৬৯৯৯

           ৬+১২৮জিবি=২৭৯৯৯

            ৮+১২৮জিবি=২৯৯৯৯

রিয়েলমি ৮ প্রো এর রিভিউ



১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও অসাধারণ ডিজাইন ও হাই কোয়ালিটির প্রসেসর নিয়ে  রিয়েলমি রিলিজ করলো রিয়েলমি ৮ প্রো। আর গত ২৫ মার্চ ২০২১ ফোনটি রিলিজ হয়। রিভিউতে ফোনটির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলা ধরা হলো

রিয়েলমি ৮ প্রো এর রিভিউ:-

ডিজাইন:

 রিয়েলমি ৮ প্রো ফোনটির আকর্ষণীয় একটি ডিজাইন করেছে তারা।এই ফোনটি দুটি কালারে লঞ্চ করেছে ইনফিনিটি ব্লু আর ইনফিনিটি ব্ল্যাক ।এর পেছনে চারটি ক্যামেরা সামনে একটি । এছাড়াও এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করেছে ডিসপ্লেতে।সব মিলিয়ে অসাধারণ একটি ডিজাইন নিয়ে রিয়েলমি ৮ প্রো বাজারে ছেড়েছে।

ক্যামেরা:

পেছনে ক্যামেরা ৪টি মেইন ক্যামেরা ১০৮,আর গুলো ৮,২,২

তবে এই চারটি ক্যামেরার ভিন্ন ভিন্ন কাজ।

যেমন:

প্রথমটি: ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা

দ্বিতীয়টি:(৮ মেগা: )আল্ট্রা  এঙ্গেল লেন্স

 তৃতীয়টি:(২ মেগা:) মেক্রো লেন্স

আর শেষটি:(২মেগা:)B&wলেন্স

 আর সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল

ডিসপ্লে:

এর ডিসপ্লে সাইজ ৬.৪ ইঞ্চি সুপার এলইডি ফুলস্ক্রিন ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা করা হয়েছে যার রেজুলেশন ১০৮০*২৪০০

৩ডি স্লট:

 দুইটি সিম ও একটি অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

•আরো পড়ুন.....

••অস্থির ডিজাইন ও গেমিং প্রসেসর নিয়ে রিয়েলমি রিলিজ করলো নারজো ৩০এ

মোবাইল প্রসেসর কি বা কাকে বলে জেনে নিন

••কত জিবি র্যাম হলে ফ্রি ফায়ার  ও পাবজি খেলা যায় জেনে নিন

 

স্টোরেজ:

রেম:৮ জিবি এবং রম ১২৮ জিবি 

নেটওয়ার্ক:

এতে ২জি,৩জি,৪জি সাপোর্ট করে।

 পারফর্মেন্স:

সিপিইউ হিসেবে স্ন্যাপড্রাগন ৭২০জি (৮nm) অক্টোকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে আর জিপিউ (Adreno 618)এবং অপারেটিং সিস্টেম এনড্রয়েড ১১ ভার্সন (রিয়েলমি ইউআই ২.০ ) ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি:

৪৫০০এমএচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দিয়েছে ৫০ওয়াট ফাস্ট চার্জার মাত্র ১৭ মিনিটে ৫০% আর ৪৭ মিনিটে ১০০% চার্জ করতে পারে।

 

এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ২৭৯৯০ টাকা

রেডমি নোট ১০ প্রো  আর রিয়েলমি ৮ প্রো এর মধ্যে তুলনা করলে তেমন কিছু পার্থক্য পাওয়া যায় না।

শুধু ব্যাটারির দিক দিয়ে আর
প্রসেসর।
রেডমি নোট 10 প্রো তে ব্যাটারি দিয়েছে ৫০২০ আর রিয়েলি 8 প্রো তে ৪৫০০
প্রসেসর দিক দিয়ে তেমন পার্থক্য নেই। স্নাপড্রাগন ৭৩২ আর স্নাপড্রাগন ৭২০ এটুকু পার্থক্য।
রেম রম এর দিক দিয়ে পার্থক্য রয়েছে
রেডমি নোট 10 প্রো তিনটি ভেরিয়েন্টে বাজারে এনেছে।
আর রেম রম এর ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে
ভেরিয়েন্ট গুলো

          ৬+৬৪জিবি=২৬৯৯৯

           ৬+১২৮জিবি=২৭৯৯৯

            ৮+১২৮জিবি=২৯৯৯৯

আর রিয়েলমি 8 প্রো শুধু একটি ভেরিয়েন্ট
৮+১২৮জিবি=২৭৯৯০
ফিঙ্গারপ্রিন্ট:
রেডমি নোট 10 প্রো তে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে
রিয়েলমি 8 প্রো তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেছনে দিয়েছে

চার্জার:
রেডমি নোট 10 প্রো তে ৩৩ওয়াট ফাস্ট চার্জার আর রিয়েলমি 8 প্রো তে ৫০ ওয়াট
ক্যামেরা:
দুটোর মেইন ক্যামেরা সেম
শুধু এই গুলো  হচ্ছে রেডমি নোট 10 প্রো আর রিয়েলমি 8 প্রো এর মধ্যে পার্থক্য ।আর বাকি গুলো তেমন কোনো পার্থক্য নেই

আমাদের কথা:
নিত্যনতুন সব স্মার্টফোনের রিভিউ এবং  মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান আপনার ইমেইলে  পেতে এখুনই ফলো করে রাখুন।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন