পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন বার বার এই এ্যাপটি ব্যবহার করলে আর কোনো পাসওয়ার্ড মনে রাখতে হবে না
আজকে আমি এমন একটি এ্যাপ নিয়ে কথা বলবো যে এ্যপটি ব্যবহার করলে আপনাকে আর কোনো পাসওয়ার্ড মনে রাখতে হবে না শুধু সেই এ্যপটিতে সেভ করে রাখলেই হবে সেঈ এ্যপে আপনি চাইলে হাজারো পাসওয়ার্ড রাখতে পারেন কোনো সমস্যা নেই।
আমরা অনেকেই আছি যারা পাসওয়ার্ড মনে রাখতে পারেন না বার বার ভুলে যান।এর কারনে হয়তো কোনো কোনো ক্ষেত্রে পুরো একাউন্টিই বাদ দিয়ে দিতে হয় ।আজ থেকে আর একাউন্ট বাদ দিতে হবে না। আপনার পাসওয়ার্ড মনে রাখবে একটি এ্যপ ।এই এ্যপটি আমি নিজেও ব্যবহার করি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং আমাকে এখন আর কোনো পাসওয়ার্ড মনে রাখতে হয় না।তো জেনে নিই এই এ্যাপটি কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন সবকিছু আমি বলবো
এ্যাপটিকে ডাউনলোড করতে আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে ।
সেখানে গিয়ে লিখুন লাস্ট পাস এটি লিখলেই একদম প্রথমে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিন
- আরো পড়ুন
- কীভাবে ইউটিউব থেকে ইনকাম হয়
- যেকোনো লেখাকে টাচ করলেই বাংলা হয়ে যাবে
- মোবাইলে হাত প্লাস করুন
- ফেসবুক ট্যাগ বন্ধ করুন
তারপর ওপেন করুন । ওপেন করার পর শুধু একটা কাজ করতে হবে সেটা হলো আপনার যদি একাউন্ট না থাকে তাহলে একাউন্ট খুলতে হবে ।এ্যাপের ভিতরে যাবার পর দেখুন create account এটিতে ক্লিক করুন
এবার আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট দিন যেকোনো জিমেইল হলেই হবে তারপর create account এ ক্লিক করুন
সেখানে ক্লিক করার পর এবার আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে 12 ডিজিটের সেটি কীভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি
প্রথমে দেখুন master passwords সেখানে আপনি ১২ ডিজিটের পাসওয়ার্ডটি বানাতে হবে এই ১২ ডিজিটের মধ্যে একটি নাম্বার, একটি ছোট ইংরেজি অক্ষর, একটি বড় ইংরেজি অক্ষর ,থাকতেই হবে আর বাকি গুলো অন্য কিছু দিলে সমস্যা নেই এভাবে মোট ১২ ডিজিটের পাসওয়ার্ড তৈরি করুন
পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেলে সেই একই পাসওয়ার্ড confirm master password
এর জায়গায় দিন তার দেখুন password hint(optional) এখানে আপনার নাম দিতে পারেন কারন যদি কোনো কারণে এই পাসওয়ার্ডটি ভুলে যান রিকভারি সময় লাগতে পারে ।
তারপর create account ক্লিক করলেই একাউন্ট হয়ে যাবে ।আপনাকে শুধু একটা পাসওয়ার্ড মনে রাখতে হবে আর সেটা হলো মাস্টার পাসওয়ার্ড মানে আপনি এ্যাপ খোলার সময় যে ১২ ডিজিটের পাসওয়ার্ড দিবেন শুধু সেটিই মনে রাখতে হবে এ্যাপ এ ঢুকার সময়।
এখন থেকে হাজারো পাসওয়ার্ড এখানে রাখতে পারেন কীভাবে রাখবেন সেটি দেখিয়ে দেই এ্যাপ চালু করার পর এর মতো একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন তারপর যেটি এড করতে চান সেটি ক্লিক করুন আপনি যদি পাসওয়ার্ড রাখতে চান তাহলে পাসওয়ার্ড এ ক্লিক করুন এছাড়া আপনি আরো অনেক কিছু রাখতে পারেন যেমন হোম এড্রেস , ক্রেডিট কার্ড, ইত্যাদি আরো অনেক কিছু। আপনি যেহেতু পাসওয়ার্ড রাখতে চান তাহলে পাসওয়ার্ড এ ক্লিক করুন
নাম এর জায়গায় একটি নাম দিন মনে করুন আপনি গুগল একাউন্ট এর পাসওয়ার্ড রাখতে চান সেখানে গুগল নাম দিন
ফোল্ডার না দিলে ও চলবে।
ইউজার নাম, আপনি গুগল একাউন্ট দিতে চান সেখানে একাউন্টের নাম দিন।আর যদি ফেসবুক একাউন্ট দিতে চান তাহলে সেখানে একাউন্টের নাম্বার দিন
পাসওয়ার্ড।এবার আপনি যে একাউন্ট দিয়েছে সে একাউন্টের পাসওয়ার্ড দিন
তারপর নিচে দেখুন অটো ফিল এটি তে টিক দিন তারপর সেভ দিন। আপনার পাসওয়ার্ড সেভ হয়ে যাবে। এবার লগ ইন এ গিয়ে অটো ফিল নামক অপশন আসবে সেটিতে ক্লিক করলেই বসে যাবে
এছাড়াও আপনি কোনো একাউন্ট খোলার সময় পাসওয়ার্ডটি লাস্ট পাস এ সেভ করে রাখলে আর কিছু লাগবে না
আমাদের কথা: আমাদের প্রতিনিয়তই লক্ষ্য থাকে নতুন কোনো বিষয় নিয়ে পোস্ট করার তো আমাদের পোস্ট গুলো কেমন লাগে আপনার কাছে ভালো মন্দ দুটোই কমেন্টে জানান।
ধন্যবাদ