মুখ দিয়ে বাংলা লেখার কি বোর্ড

 মুখ দিয়ে বাংলা লেখার কি বোর্ড

 হাই ,সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।হ্য আমি ও ভালো আছি। এটা আমার ব্লগের দ্বিতীয় পোস্ট।

যারা বাংলা টাইপিং এ করতে গিয়ে আটকে যান তাদের জন্য এই লেখাটা কাজে আসবে। আপনি আর হাত দিয়ে টাইপিং করা লাগবে না। কারণ এই কি কিবোর্ডে মুখ দিয়ে বললেই লেখা হয়ে যাবে।

কিবোর্ড টির নাম হলো G-Board আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন।


আমার ইন্সটল করা আছে তাই আপডেট চাচ্ছে।

আপনারা ইন্সটল করে নিবেন। ইন্সটল করা থাকলে আপনি আপনার মোবাইল সেটিং এ চলে যান।তারপর language &input এ লেখায় চলে যান



তারপর virtual keyboard এর এখানে G-Board keyboard টি সিলেক্ট করে দিন

                                 


                 এবার G-Board ক্লিক করুন

                                               তারপর ছবিতে দেখুন

এবার Add keyboard এ কিবোর্ডে ক্লিক করুন

  ( আমার এখানে সেট করা আছে তাই বাংলা দেখাচ্ছে) আপনারা add keyboardএ ক্লিক করুন


         এরপর বাংলা সিলেক্ট করে দিন



   এরপর বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিন


                                                                এরপর done ক্লিক করুন

হয়ে গেছে

এবার টাইপিং করুন উরাদুরা বাংলায়

ও হে আরেকটা কথা , লেখার সময় বাংলা অবস্থানে থাকতে হবে উপরের ছবিটার মতো আর অবশ্যই ডাটা চালু রাখতে হবে

আমাদের কথা:

আমি হয়তো নতুন ব্লগার তাই সুন্দর করে লিখতে পারি নি । চেষ্টা আগামী ব্লগ গুলো সুন্দর করে লেখার 

ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন