স্মার্টফোন ফাস্ট রাখার উপায়

  স্মার্টফোন ফাস্ট রাখার উপায়

স্মার্টফোন ফাস্ট রাখার উপায়

হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।আমি আজকে আরো একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আর সেটা হলো আপনার স্মার্টফোন সব সময় কিভাবে ফাস্ট বা দ্রুত রাখবেন। আশা করি এসব দিক খেয়াল করলে স্মার্টফোন আর স্লো হবে না।

কে না চায় তার হাতের স্মার্টফোনটি ফাস্ট থাকুক। স্লো হয়ে যাওয়া ফোনটি যে কত বিরক্তিকর একমাত্র সেই বলতে পারবে যার ফোনটি স্লো হয়েছে। স্মার্টফোন কয়েকটি কারনে স্লো হয়ে থাকে এগুলো হলো ফোন মেমোরি/phone memory ফুরিয়ে যাওয়া, র্যাম/Ram কম হওয়ার কারণে অতিরিক্ত এ্যাপ্লিকেশন রাখা,আর প্রসেসর/processor কম হওয়া যেমন: ডুয়েল কোর,কোয়াড কোর হওয়া।

তো জেনে নিন কিভাবে আপনার স্মার্টফোন স্লো হওয়া থেকে রক্ষা করবেন।

ফোন মেমোরি/phone memory

ফোন মেমোরি অবশ্যই খালি রাখতে হবে।খেয়াল করবেন যখন আপনার ফোন মেমোরি /phone memory ফুরিয়ে যায় তখন আপনার ফোনটি একটু স্লো হয়ে যায়।তাই ফোন ফাস্ট রাখতে ফোন মেমোরি/phone memory অবশ্যই খালি রাখতে হবে।

অতিরিক্ত এ্যাপ্লিকেশন

মোবাইলে থাকা অতিরিক্ত এ্যাপ্লিকেশন গুলো ডিলিট করুন এতে ফোনের র্যাম খালি হবে এবং ফোনটি ফাস্ট চলবে।আর যাদের মোবাইলের প্রসেসর কম তার ভিডিও গেম খেলবেন না।

মোবাইলে থাকা অপ্রয়োজনীয় এ্যাপ্লিকেশন গুলো ডিলেট করে দিন ।

যাদের ফোনের র্যাম রম ও প্রসেসর কম তাদের জন্য একটা কথা তারা নরমাল এ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার স্মার্টফোন আর স্লো হচ্ছে না ফাস্ট চলতেছে।

যদি এই নিয়ে গুলো মেনে ফোন চালান আশা করি ফোন স্লো হবে না

ধন্যবাদ


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন