টেকনো স্পার্ক 7 প্রো প্রাইস ইন বাংলাদেশ

 টেকনো স্পার্ক 7 প্রো এর বাংলা রিভিউ

টেকনো স্পার্ক 7 প্রো এর বাংলা রিভিউ

দিন দিন প্রযুক্তি যেমন এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি স্মার্টফোন কোম্পানি গুলোর মধ্যে চলছে  প্রতিযোগিতা,তারই সাথে এবার টেকনো ব্যান্ড নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে  টেকনো স্পার্ক 7 প্রো। কম দাম হিসেবে অসাধারণ ডিজাইনে তৈরি করেছে ফোনটির।
চলুন তাহলে রিভিউতে দেখে নেওয়া যাক টেকনো স্পার্ক 7 প্রো তে কি কি রয়েছে।
টেকনো স্পার্ক 7 প্রো এর রিভিউ:
ডিজাইন:
অসাধারণ একটি ডিজাইন করেছে ফোনটির।আর কালার অসাধারণ।সব মিলিয়ে পারফেক্ট বলা যায়। পেছনে তিনটি ক্যামেরা,৩.৫ mm অডিও জেক, ইউএসবি, বেশি ক্যামেরা, উচ্চ ক্ষমতা সম্পন্ন গেমিং প্রসেসর ,ব্যাটারি সব মিলিয়ে স্মার্টফোনটি অসাধারণ একটি ডিজাইন দিয়েছে।
ফোনটি দুইটি ভেরিয়েন্ট রয়েছে এবং দুইটি আলাদা আলাদা কালার রয়েছে
৪+৬৪জিবি=Alps blue, spruce green
4+64জিবি=neon dream, magnet black
ক্যামেরা:
পেছনে তিনটি ক্যামেরা ব্যবহার করা মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, দ্বিতীয় ২ মেগাপিক্সেল,আর শেষটি ব্ল্যাক এন্ড ওয়াইড লেন্স
পেছনের ক্যামেরায় যেসব ফিচার রয়েছে।
PADF,Quad led flash,HDR,super night mode, night portrait, smile snapshot, video broken,slow motion,
সামনে ক্যামেরা:
সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর:
হ্যাঁ এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর সেটি পেছনে।
পারফর্মেন্স:
সিপিইউ মিডিয়াটেক হেলিও জি৮০
২.০গিগাহার্জ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।আর অপারেটিং সিস্টেম এন্ড্রোয়েড 11 (Hios 7.5)।এটি কিন্তু গেমিং প্রসেসর তাই এই ফোনটিতে পাবজি ও ফ্রি ফায়ার খেলা যাবে।
আর জিপিইউ mali G-52 MC

•••আরো পড়ুন....

••ফেসবুকে একাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে

••এবার ইউটিউবে ভিডিও দেখলে এমবি কম কাটবে

••যেকোনো লেখাকে টাচ করলেই বাংলা হয়ে যাবে

••ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন যেভাবে

৩ডি স্লট:
দুইটি সিম কার্ড সহ অতিরিক্ত একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ২৫৬ জিবি পর্যন্ত।
ডিসপ্লে:
৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি টার্চস্নিন বিগ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।যার রেজুলেশন ৭২০*১৬০০।
নেটওয়ার্ক:
এটিতে ২জি,৩জি ও ৪জি সাপোর্টেড।
ব্যাটারি:
উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫০০০ এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর ব্যাটারি ব্যাকআপ ১৪ দিন পর্যন্ত দিতে পারে।
এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রয়েছে ১০ ওয়াট এর কুইক চার্জার।
স্টোরেজ:
টেকনো স্পার্ক ৭ প্রো দুটি ভেরিয়েন্ট রয়েছে
৪+৬৪জিবি
৬+৬৪জিবি
রেম রম এর ভিত্তিতে এর দামের ও পার্থক্য রয়েছে।
টেকনো স্পার্ক ৭ প্রো প্রাইস
৪+৬জিবি=১৩৯৯০
৬+৬৪জিবি=১৪৯৯০

আর স্মার্টফোন কেনার আগে আমার পরামর্শ:
আপনি যেহেতু একটি ভালো মোবাইল কিনতে চান সেটা হোক কমে দামে অথবা বেশি দামে   ফোনের বাইরের দিকে না তাকিয়ে ভিতরের দিকে তাকান কারন বাইরের দিক আকর্ষণীয় হলে সুন্দর দেখাবে ঠিকই কিন্তু ভিতরে যদি ভালো মানের কিছু না থাকে তাহলে ফোনটি কয়েকদিন ব্যবহারের ফলে স্লো হয়ে যাবে তারপর বিরক্তিকর হয়ে উঠবে।তাই ফোন কেনার সময় অবশ্যই হার্ডওয়্যারের দিকে লক্ষ্য রাখবেন

আরো পড়ুন.....

 ••রিয়েলমি C25

••স্যামসাং এ32

••রেডমি নোট 10 প্রো

••রিয়েল মি ৮ প্রো

আমাদের কথা: 
প্রতিদিন নিত্যনতুন টিপস আর নিত্যনতুন সব স্মার্টফোনের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটটি এখুনই ইমেইল দিয়ে ফলো করে রাখুন।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন