ফেসবুকের ফেন্ডলিষ্ট লক করবেন কীভাবে জেনে নিন
হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ আমি ও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আর সেটি হলো ফেসবুকে আপনার ফ্রেন্ডস লিষ্ট কিভাবে লক করবেন।আজ আমি আপনাদের বলে দেব কিভাবে আপনার ফ্রেন্ডস লিষ্ট লক করবেন।এটি করলে শুধুমাত্র আপনি ছাড়া কেউ আপনার ফ্রেন্ড দেখতে পারবে না।তো তাহলে শুরু করা যাক।
আপনি ফ্রেন্ডস লিষ্ট লক করতে হলে আপনাকে আপনার ফেসবুক সেটিং এ চলে যেতে হবে
ফেসবুক সেটিং এ যাওয়ার পর প্রাইভেসি/privacy সেটিং এ যেতে হবে
প্রাইভেসি তে যাওয়া পর একটা লেখা দেখবেন who can see your friend list সেখান ক্লিক করুন তারপর Only Me একটা লেখা আছে সেখানে ক্লিক করুন ।
কাজ হয়ে গেছে।এখন আর কেউ আপনার ফ্রেন্ড লিষ্ট দেখতে পারবে না শুধু আপনি ছাড়া।