নতুন জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় জেনে নিন

  নতুন জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় জেনে নিন

নতুন জিমেইল  একাউন্ট খুলুন


এন্ড্রোয়েড মোবাইল অথবা কম্পিউটার বা লেপটপে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে না খুজে দেখলে আমার মনে হয় একজনকেও পাওয়া যাবে কিনা তাও সন্দেহ।প্রায় সবাই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে।হয়তো আজকের এই ট্রপিক টা তাদের জন্য যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে না।আর যারা পারে তাহলে তো কোনো কথাই নেই। অনেকে অনেক কারনে জিমেইল অ্যাকাউন্ট খুলে। কেউ পাসওয়ার্ড ভুলে গেলে,কেউ বা মোবাইলের জন্য একাউন্ট খুলে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন।

যদি আপনার মোবাইলে কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিং এ চলে যান তারপর দেখুন  users &ac accounts নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন


ক্লিক করার পর দেখুন মোবাইলে যত একাউন্ট আছে সব একাউন্ট দেখাচ্ছে ফেসবুক হতে শুরু করে সব। সেখানে দেখুন add accounts নামে একটা অপশন আছে সেখানে ক্লিক

  

খেয়াল করুন এরপর দেখাচ্ছে কোন একাউন্ট খুলবেন আপনি যেহেতু জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তাই google এ করুন 


সেখানে ক্লিক করার পর আপনার 
ফোনের লক আসতে সেটি দিয়ে ওপেন,
তারপর চলে যাবেন মূল পৃষ্ঠায় যেখান থেকে আপনি আপনার একাউন্ট খুলবেন।এই রকম একটা পেজ আসবে। সেখানে এক কোনায় লেখা আছে create new account এই লেখায় ক্লিক করুন এরপর দুইটি লেখা আসবে একটা হচ্ছে my self আরেকটা to manage my businessতো আপনি যেহেতু নিজের জন্য খুলতেছেন তখন my self ক্লিক করুন 

তারপর দেখুন লেখা আছে first name এবং last name তো first nameএর জায়গায় লিখুন আপনার নামের প্রথম অংশ আর last name এর জায়গায় লিখুন নামের দ্বিতীয় অংশ তারপর next এ ক্লিক করুন
 
জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেছেন ফিরিয়ে আনুন ভুলে যাওয়া পাসওয়ার্ডটি।

আরো পড়ুন..

তারপর দিতে হবে জন্ম সাল,জন্ম সাল দেওয়ার পর জেন্ডার  সিলেক্ট করুন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে male সিলেক্ট করুন আর যদি মেয়ে হন female সিলেক্ট করুন তারপর next এ ক্লিক করুন

তারপর আসবে  ইউজার নাম দেওয়ার জন্য নিচে দেখুন গুগলের সিলেক্ট করা ইউজার ভালো না লাগে create new Gmail address ক্লিক করুন এবার পছন্দ মতো একটি ইউজার নাম দিতে পারেন যেমন ধরুন আপনার নামের প্রথম অংশ A আর দ্বিতীয় অংশ B  আপনি ইউজার নাম দিতে Ab22334@gmail.com এই রকম তবে Ab এর পরে 22334 দেখতে পাচ্ছেন এই রকম কয়েক সংখ্যা দিতে হবে নইলে একাউন্ট খুলবে না।এখানে আমি শুধু একটা উদাহরণ দিয়েছি সিঙ্গেল অক্ষর দিয়ে একাউন্ট খোলা যায় না। যখন দেখবেন আপনার পছন্দ মতো ইউজার নাম গুগল নিচ্ছে না তখন তাদের সাজেস্ট করা ইউজার নামটি  ব্যবহার করুন তারপরnext ক্লিক করুন

এর পর পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডটি ৮ডিজিটের উপরে হতে হবে এর কম হলে হবে না আর পাসওয়ার্ডটি যাতে হার্ড হয় তাই number &letters মিলিয়ে দেবেন ।
দেখুন লেখা আছে create password সেখানে আপনার তৈরি করা পাসওয়ার্ডটি দিন ঐ একই পাসওয়ার্ড confirm password এ দিন তারপর next এ ক্লিক করুন 
তারপর নাম্বার এড করতে বলবে আপনি যদি এড না করতে চান তাহলেskip এ ক্লিক করুন আর যদি এড করতে চান তাহলে নাম্বারটি দিন তারপর next এ ক্লিক করুন তারপর আপনার নাম্বারে ৬ ডিজিটের একটা কোড আসবে সেটি ওখানে বসিয়ে দিন তারপর next এ ক্লিক করুন

 নিচে দেখুন এই রকম একটা পেজ আসবে
আপনি l agree তে ক্লিক করুন

তারপর নিচে দেখুন 
 
হয়ে গেল নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট
আমাদের কথা";
আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে করুন আর আপনার সমস্যার কথা জানান সমাধান আমি আপনাকে দেবো 
ধন্যবাদ






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন