সেরা সাইট অনলাইনে আয় করার জেনে নিন

 সেরা সাইট অনলাইনে আয় করার জেনে নিন

সেরা সাইট অনলাইনে আয় করার জেনে নিন


আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন টপিক আর সেটি হলো অনলাইন থেকে আয় করার সাইট।

অনলাইনে আয় করার বিভিন্ন মাধ্যম রয়েছে আজ সে গুলো নিয়ে আলোচনা করবো

You tube/ইউটিউব থেকে আয়

এখন আয় করার সহজ পদ্ধতির মধ্যে একটি হলো ইউটিউব/you tube যা এখন বিশ্বের সেরা ১০ টি মধ্যে একটি।এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।আর আপনি যদি কোন বিষয়ে অভিজ্ঞ হন সেই অভিজ্ঞতাকে ক্যামেরা বন্দি করে কাজে লাগাতে পারেন। এখানে আপনার মেধাকে কাজে লাগাতে পারেন। ধরুন আপনি গান ভালো পারেন, কাগজ দিয়ে ভালো কিছু তৈরি করতে পারেন ,এরম অনেক কিছু আছে যা আপনি পারেন তাকে ক্যামেরায় বন্দি করে ইনকাম করতে পারেন খুব সহজেই। মূলত যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়টিকে কাজে লাগান। 

ব্লগিং থেকে আয়

আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান।তাহলে আপনার জন্য প্রয়োজন ব্লগ।এর মাধ্যমে ও ভালো ইনকাম করতে পারে ।এখন অনেকে ব্লগিং করে আয় করছে।একটি নতুন ব্লগ খুলে শুরু করতে পারেন।আর সে ব্লগ খুলে রাখলেই হবে না সেখানে নিয়মিত আর্টিকেল লিখতে হবে। প্রতিদিন ১-২ঘন্টা সময় দিলেই অনেক। তবে আপনাকে কয়েক মাস কষ্ট করতে হবে যেমন ধরুন ২-৩  মাস এরকম।মনে রাখবেন পরিশ্রম ছাড়া কোনো কিছু পাওয়া যায় না।

ফেসবুক থেকে আয়

আপনার যদি ভালো ফেসবুক পেজ থাকে সেখানে অনেক লাইক ফলোয়ার আর থাকে  তাকে কাজে লাগিয়ে কাটা আয় করতে পারেন ।এখন ফেসবু টুইটার জনপ্রিয় আর এর মধ্যে যদি জনপ্রিয় যদি ফেসবুক পেজ থাকে তাহলে বিজ্ঞান কোম্পানি যোগাযোগ করবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন।

এডসেন্স থেকে আয়

ধরুন আপনি ইউটিউব, ব্লগার, ফেসবুক তিনটি মধ্যে একটিতে জনপ্রিয় তখন আপনি টাকা আয় করতে কি করবেন। তখন আপনাকে এই এডসেন্স মাধ্যমে টাকে আনতে পারবে । এডসেন্স কানেক্ট করতে হবে তার পর থেকে আপনার ইউটিউব বা ব্লগে এড দেখাবে সেখান থেকে আয় শুরু হবে

ফ্রিল্যান্সিং/freelancing করে আয় 

অনলাইন আয় এর মধ্যে freelancing সবচেয়ে জনপ্রিয় সাইট।এখন অনেকে এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে।এর মাধ্যমে মাসে অনেক টাকা আয় করা যায়।তাই আপনি যদি  গ্রাফিক্স ডিজাইন,ডাটা এন্ট্রি,ওয়েব ডিজাইন, ওয়েব সাইট তৈরি, ইত্যাদি আরো অনেক আছে সেগুলো শিখে আয় করতে পারবেন

ছবি বিক্রি করে

 আপনি যদি ভালো ফটোগ্রাফার হন তাহলে যেকোনো জিনিসের ভালো ছবি তুলতে পারেন এবং সেই ছবি বিক্রি করে আয় করতে পারেন 

 শাট্টারস্টক, ফোটোলিয়া, আইস্টকফটো, ফটোবিককেটের মত বড় বড় সাইটগুলি রয়েছে যেখানে আপনি আপনার তোলা ফটো জমা দিতে পারেন। যখনই কোনও গ্রাহক আপনার তোলা কোন ছবি কিনবে, আপনি আপনার ছবির নির্দিষ্ট মূল্য পেয়ে যাবেন। 

ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন