সেরা একটি সফটওয়্যার এন্ড্রোয়েড মোবাইলের জন্য

 সেরা একটি সফটওয়্যার এন্ড্রোয়েড মোবাইলের জন্য

আজকে আপনাদের সামনে একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি যে সফ্টওয়্যারের মাধ্যমে আপনি এক ক্লিকেই যেকোনো সফটওয়্যারে ঢুকে যেতে পারেন। হঠাৎ করে কোনো কাজের কারনে সফটওয়্যার থেকে বের হয়ে যাওয়া সেটা হতে পারে ফেসবুক হয়তো বা ইউটিউব বা অন্য যেকোনো  সফটওয়্যার আবার যখন সেই সফটওয়্যার গুলোতে ঢুকতে যান তখন একটু খোঁজা খুঁজি করে তারপর ঢুকতে অনেকের আবার বিরক্তি ও লাগে।তো আজকে এর সমাধান নিয়েই আমি হাজির হয়েছি।এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনি শুধু উপরের সাটার টা নামিয়ে ক্লিক করলেই শুধু এ টুকু কাজ আপনাকে করতে হবে।ঐ সময় সফটওয়্যারে আইকন সেখানে দেখা যাবে।তো বেশি কথা  না বাড়িয়ে চলে যাই মূল কাজে।এই কাজটি করতে আপনাদের একটি সফটওয়্যার লাগবে আর সেটির নাম হলো tile shortcuts এটি প্লে স্টোরে সার্চ দিলেই একদম প্রথমে পেয়ে যাবেন।তো আজকে আমি নিচে স্ক্রিন সট  দিয়ে দিচ্ছি কিভাবে সেটাপ করবেন জেনে নিন।

প্রথমে প্লে স্টোরে চলে যান সেখানে গিয়ে লিখুন tile shortcuts এটি লিখলে দেখবেন একদম প্রথমে একটা এ্যাপ্লিকেশন আসবে সেটি ডাউনলোড করে নিন




এ্যাপ্লিকেশন টি ওপেন করার পর তারা যেভাবে দেখাচ্ছে সে ভাবে করে ফেলুন। সেগুলো করার পর এবার apps নামে একটা লেখা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন ।


সেখান থেকে সিলেক্ট করে নিন যে  সফটওয়্যারটি আপনি সর্টকার্টে দিতে চান।


এবার আপনি আইকন সিলেক্ট করে দিন তারা কয়েকটি আইকন দেখাবে সেটি থেকে একটি সিলেক্ট করে দিন আপনি এ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন তার উপরই আইকন দেখাবে আমি ইউটিউব সিলেক্ট করেছি তার উপরই আইকন দেখাচ্ছে



তারপর একটি টিক চিহ্ন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন। এই পর্যন্ত শেষ করতে পারলে আপনার প্রথম ধাপের কাজ শেষ।তো এখন কি করবেন আপনার মোবাইলের সাটার নামিয়ে দেখুন আপনার এ্যাপ্লিকেশন আইকন টি এসেছে কিনা  ।না আসলে  দেখুন কলমের মতো একটা আইকন দেখা যাচ্ছে অথবা ইডিট নামে একটা লেখা আছে সেখানে ক্লিক করুন সেখানে দেখুন tile নামে একটা অপশন আছে


 সেটাকে চাপ দিয়ে ধরে উপরের আইকন গুলোর সাথে যোগ করে দিন।


এখানে আমি একটি যোগ করেছি তাই একটি দেখাচ্ছে আপনি যত গুলো এ্যাপ্লিকেশন যোগ করবেন ঠিক ততগুলোই দেখাবে এটি টেনে আপনার উপরের আইকনের সাথে যোগ করে দিন তাহলেই কাজ হয়ে যাবে।এবার আপনি সাটার টেনে ঐ এ্যাপ্লিকেশনে ক্লিক করলেই সেই এ্যাপ্লিকেশন এর ভিতরে চলে যাবেন।

আমাদের কথা:

 আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর এই ওয়েবসাইটের উপরে একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই আপনাদের সাঁড়া পেলে খুলবো।



 








একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন