জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ফিরিয়ে আনুন

  জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেছেন ফিরিয়ে আনুন


হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি।আর সেটি হলো আপনার জিমেইল/Gmailবা গুগল একাউন্ট/Google account  এর ভুলে যাওয়া পাসওয়ার্ডটি কিভাবে ফিরিয়ে আনবেন।

আপনি যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান নিচের নিয়মগুলো মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন

Gmail এর পাসওয়ার্ড মূলত আপনি দুই ভাবে নিতে পারবেন আপনার নাম্বার আর রিকভারি ইমেইল এর মাধ্যমে । আমি দুটিই এখানে দেখাচ্ছি।

আপনি প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর  যদি চালু না থাকে সেখানে চলে যান ।আর যদি চালু থাকে তাহলে ও সমস্যা নেই আপনি মোবাইলের যেকোন একটি ব্রাউজারে গিয়ে google account sign in 

দেখবেন sign in নামক একটা লেখা আছে ওখানে ক্লিক করুন তারপর এরকম একটা পেজ আসবে

 

এখানে আপনি যে জিমেইলটির পাসওয়ার্ড নিতে চান সেই জিমেইল টি লিখুন তারপর next এ ক্লিক করুন 

তারপর forgot password এ ক্লিক করুন


তারপর আপনার যদি রিকভারি ইমেইল যুক্ত থাকে তাহলে এই রকম আসবে আমার রিকভারি ইমেইল যুক্ত তাই এটা আসসে।

যদি আপনি রিকভারি ইমেইলে পাসওয়ার্ডটি নিতে চান তাহলে send এ ক্লিক করুন ঐ একাউন্ট ৬ ডিজিটের একটা কোড যাবে ।

সেই কোডটি  enter code এর যায়গায় লিখতে হবে

তারপর next এ ক্লিক করুন

তারপর এই এরকম আসবে


Create password এর যায়গায় আপনি যে  পাসওয়ার্ডটি দিবেন সেটি লিখুন 
সেই পাসওয়ার্ডটি আবার  confirm এ লিখুন
পাসওয়ার্ড হার্ড আর ৮ডিজিটের হতে হবে letter আর number দুটাই মিশ্রণ করে দিতে হবে 
পাসওয়ার্ড দেওয়া হলে I agree নামক একটি লেখা আসো সেখানে ক্লিক করুন 
এতক্ষণ সেট করা রিকভারি ইমেইল কিভাবে পাসওয়ার্ডটি নিবেন সেটি বললাম 
এখন যদি আপনার রিকভারি ইমেইল যুক্ত নেই তখন কি করবেন। চিন্তা করার কারন নেই আমি নিচে দেখিয়ে দিচ্ছি নিবে
Sign in যাওয়ার পর Gmail লিখে next এ ক্লিক করুন

তারপর পাসওয়ার্ড দিতে বলবে আপনি সেখানে গিয়ে forgot password ক্লিক করুন
 সেখানে ক্লিক করার পর রিকভারি ইমেইল যুক্ত
না থাকলে এই এরকম আসবে আপনার নাম্বার একটি কোড যাবে সেটি এখানে লিখে দিন বাকিটা উপরের মতো

এখন আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট খুলে সেই সিম টি যদি আপনার কাছে না থাকে আপনাকে রিকভারি ইমেইল/জিমেইল এর মাধ্যমে  নিতে হবে আর don't have my phone এই লেখাটায় ক্লিক করুন
তারপর আপনাকে একটা জিমেইল অথবা ইমেইল দিতে হবে যে জিমেইল/ইমেইলে পাসওয়ার্ডটি নিবেন


রিকভারি ইমেইল/জিমেইল দেওয়ার পর next এ ক্লিক করুন
এবার যে জিমেইল/ইমেইল দিয়েছেন সেটিতে ৬ডিজিটের কোড যাবে সেটি এখানে লিখে দিন
 

 next এ ক্লিক করুন
আর ঠিক আগের মতো আসবে


 Create passwordএর জায়গায় নতুন পাসওয়ার্ড দিন 
Confirm এর জায়গায় ও ঐ একই রকম পাসওয়ার্ডটি দিন 
(তবে একটা কথা পাসওয়ার্ডটি হার্ড হতে হবে 
Numberআর letter মিশ্রণ)
তারপর save password এ ক্লিক করুন
তারপর I agree নামক একটা লেখা আসবে সেখানে ক্লিক করুন


বেস হয়ে গেল আপনার একাউন্ট রিসেট।
আর যে জিমেইল/ইমেইলে পাসওয়ার্ডটি নিবেন সেটি রিকভারি জিমেইল/ইমেইল হিসেবে যুক্ত থাকবে

যারা বুঝেন  নি তারা কমেন্ট করুন আমি অন্য ভাবে দেওয়ার চেষ্টা করবো
ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন