ফ্রিতে ওয়েবসাইট তৈরি আজকে পর্ব
গত পর্বে আমি দেখিয়ে ছিলাম কীভাবে একটি ওয়েবসাইট খুলবেন।এই পর্বে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইটে পোস্ট করবেন। ওয়েবসাইটটি খোলার পরবর্তী কাজ হলো লেখা ভিডিও ইত্যাদি পোস্ট করা, পোস্ট করার জন্য ব্লগার.কম এ চলে যান এবার দেখুন পোষ্ট নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে একটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনার লেখা গুলো লিখতে হবে।সেই পেইজে একদম উপরে রয়েছে টাইটেল।তো আপনাকে অবশ্যই একটি টাইটেল দিতে হবে
তারপর লেখা শুরু করতে হবে।
এবার বলবো লেখা সম্পর্কে লেখা যাতে ইউনিক লেখা হয় এবং ২০-৫০ ওয়ার্ড এর কম না হয়। চেষ্টা করবেন বাড়িয়ে লেখার জন্য।কোনো ওয়েবসাইট থেকে হুবুহু লেখা কপি করে এখানে দিবেন না, সম্পূর্ণ নিজে লিখে দিবেন। পোস্টের ৮০%লেখা যাতে নিজের হয় বাকি গুলো কপি হলেও সমস্যা নেই।
আর ফেক কোনো লেখা দিবেন না ।
আমাদের কথা:
আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে ফলো করে রাখুন।