স্যামসাং এ 32 এর রিভিউ :
স্যামসাং এর আগে এ সিরিজের বিভিন্ন ফোন রিলিজ করেছে। এবার আরো একটি ফোন তারা বাজারে এনেছে আর সেটা হলো স্যামসাং এ32। এবারের ফোনটি একটু ডিফারেন্ট পদ্ধতিতে ডিজাইন করেছে যা খুবই অসাধারণ লেগেছে।
ডিজাইন:
স্যামসাং এ 32 ফোনটি অসাধারণ একটি ডিজাইন করেছে,ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পেছনে চারটি ,৩.৫ mm অডিও জেক ,হাই কোয়ালিটির স্পিকার, পারফরম্যান্স,সব মিলিয়ে অসাধারণ একটি ডিজাইন তৈরি করে স্যামসাং।আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে ফোনটির কালার।
তিনটি কালারে ফোনটি লঞ্চ করে
Prism crush very violet,prism crush black,prism crush blue
এ তিনটি কালার।
বডি:
ফোনটি বডি ফানচ হোল বডি ,আর এর ওজন ১৮৪ গ্রাম,
৩ ডি স্লট:
দুইটি সিম কার্ড ও একটি অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
••আরো পড়ুন.....
••রেডমি 10 প্রো vs রিয়েল মি 8 প্রো
ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে সুপার এমোলেড ৬.৪ ইনচি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন ১০৮০*২৪০০
পারফরম্যান্স:
প্রসেসর মিডিয়াটেক হেলিও জি 80
২.০০গিগাহার্জ অক্টাকোর কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে
আর জিপিউ mali-g52 mc2 অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড 11 ,ওয়ান ইউআই3.1
ক্যামেরা:
এর পেছনের ক্যামেরা চারটি, এর মধ্যে মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল,
দ্বিতীয়টি ৮ মেগাপিক্সেল ( আল্ট্রাওয়াইড ক্যামেরা)
তৃতীয়টি:৫ মেগাপিক্সেল ( ডিপন্ট ক্যামেরা)
আর শেষটি:৫ মেগাপিক্সেল ( মেক্রো ক্যামেরা)
আর সামনে ক্যামেরা ২০ মেগাপিক্সেল
রেম রম:
রেম ৬ জিবি এবং রম ১২৮ জিবি
ব্যাটারি:
৫০০০ এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দিয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জার।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর:
এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে।
নেটওয়ার্ক:
২জি,৩জি,৪জি সাপোর্ট করে।
আর স্যামসাং এ৩২ ফোনটির বাংলাদেশ প্রাইস ২৬৯৯৯ টাকা
স্যামসাং এ৩২ ফোনটি নিয়ে আমার নিজস্ব মতামত:
এই ফোনটির ভালো দিক গুলো মধ্যে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ক্যামেরা , ডিজাইন, আর ব্যাটারি,
আরেকটা কথা আর সেটি হলো পারফর্মেন্স।যদি পারফর্মেন্স নিয়ে বলি তাহলে প্রযুক্তি বাজারে এই বাজেট যে ফোন গুলো লঞ্চ হচ্ছে সেগুলোর মধ্যে অনেকটা পিছিয়ে থাকে এ ফোনটি।
•আরো পড়ুন.....
••অস্থির ডিজাইন ও গেমিং প্রসেসর নিয়ে রিয়েলমি রিলিজ করলো নারজো ৩০এ
•মোবাইল প্রসেসর কি বা কাকে বলে জেনে নিন
••কত জিবি র্যাম হলে ফ্রি ফায়ার ও পাবজি খেলা যায় জেনে নিন
আর স্মার্টফোন কেনার আগে আমার পরামর্শ:
আপনি যেহেতু একটি ভালো মোবাইল কিনতে চান সেটা হোক কমে দামে অথবা বেশি দামে ফোনের বাইরের দিকে না তাকিয়ে ভিতরের দিকে তাকান কারন বাইরের দিক আকর্ষণীয় হলে সুন্দর দেখাবে ঠিকই কিন্তু ভিতরে যদি ভালো মানের কিছু না থাকে তাহলে ফোনটি কয়েকদিন ব্যবহারের ফলে স্লো হয়ে যাবে তারপর বিরক্তিকর হয়ে উঠবে।তাই ফোন কেনার সময় অবশ্যই হার্ডওয়্যারের দিকে লক্ষ্য রাখবেন
আমাদের কথা:
প্রতিদিন নিত্যনতুন টিপস আর নিত্যনতুন সব স্মার্টফোনের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটটি এখুনই ইমেইল দিয়ে ফলো করে রাখুন।