রিয়েলমি c21 এর বাংলা রিভিউ:
রিয়েলমি C21 ফোনটি এ বছরের মার্চের 5 তারিখে রিলিজ করেছে রিয়েলমি ব্যান্ড।তাই আজকে আমি রিয়েলমি C21এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। রিয়েলমি এর নতুন ফোন গুলোর কথা বলতে গেলে অসাধারণ ডিজাইন, প্রসেসর , ক্যামেরা নিয়ে কম বাজেটের মধ্যে ফোন গুলো তৈরি করে ।ঠিক তেমন এবার আরো একটি কম বাজেটের ফোন বাজারে এনেছে রিয়েল মি ব্যান্ড।আর সেটি হলো রিয়েল মি C21। চলুন তাহলে দেখা যাক কি কি রয়েছে রিয়েল মি C21 এ
রিয়েলমি C21 এর রিভিউ:
ডিজাইন:
রিয়েল মি C21 এর ডিজাইনটি অসাধারণ করেছে। পেছনে ফিঙ্গারপ্রিন্ট, পেছনে তিনটি ক্যামেরা ,৩.৫ mm অডিও জেক, ভালো মানের স্পিকার ,সব মিলিয়ে রিয়েল মি ভালো একটি ডিজাইন দিয়েছে।আর এই ফোনটি দুটি কালার লঞ্চ হয়েছে Cross blue, cross black ।
ব্যাটারি:
প্রথমে ব্যাটারির কথা যদি বলি উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫০০০ এমএইচ এর ব্যাটারি দিয়েছে।আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জার।
ডিসপ্লে:
৬.৫ ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ ফুল স্কিন এলসিডি মাল্টি টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন ৭২০*১৬০০।
৩ডি স্লট:
ফোনটিতে দুইটি সিম ও একটি অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ২৫৬ জিবি পর্যন্ত।
ক্যামেরা:
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা রয়েছে।১৩,২,২মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল।
এবার দেখে নেওয়া যাক মোবাইলে এত গুলো ক্যামেরা কেনো দেয় ।
তো কোন ক্যামেরায় কি দিয়েছে তা দেখে নেওয়া যাক।
মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল:
5p lens
f/2.2, aperture
PDAF
4× digital zoom
এছাড়া আরো বিভিন্ন কিছু দিয়েছে।
দ্বিতীয়টি ২ মেগাপিক্সেল (B&W Lens)
f/2.4, aperture
3p lens
FF
আর শেষটি ২ মেগাপিক্সেল ( মেক্রো লেন্স)
f/2.4 aperture
3p lens
4cm FF
ফটো ফাংশনে যা যা দিয়েছে(মানে এই ক্যামেরা দিয়ে কি কি রকম ফটো তুলতে পারবেন)
Panoramic view, night mood,expert,timelapse,HDR,Ultra macro,portrait mode,Al Beauty, Filter,Chroma boost.
ছবি তোলার জন্য এই মোড গুলো ফোনটিতে পেয়ে যাবেন।
সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল:
f/2.2 aperture
3p lens
ছবি তোলার জন্য যেসব মোড দিয়েছে:
Beauty mode, portrait mode,Timelapse, panoramic,
Face-Recognition,HDR, Filter.
সামনের ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য এই সব মোড পেয়ে যাবেন।
•আরো পড়ুন......
••ফেসবুক একাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে জেনে নিন
••এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (মাত্র ২ মিনিট লাগবে পড়তে)
••যেভাবে ইউটিউব থেকে ইনকাম হয়
রেকর্ডিং ১০৮০/৩০fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
রেম রম:
রিয়েলমি C21 দুইটি ভেরিয়েন্ট বাজারে এনেছে সেগুলো
৩জিবি+৩২জিবি
৪জিবি+ ৬৪ জিবি
নেটওয়ার্ক:
২জি ,৩জি,৪ জি সাপোর্টেড।
পারফর্মেন্সে:
মিডিয়াটেক হেলিও জি ৩৫ ,২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে
আর জিপিইউ Img 8320
অপারেটিং সিস্টেম রিয়েলমি ইউআই based on Android 10
ব্যবহার করা হয়েছে।
সেন্সর:
পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে
সেন্সরটি যেসব কাজে ব্যবহার করা যাবে:
Light sensor
Magnetic induction sensor
Proximity sensor
Acceleration sensor.
রিয়েলমি C21 এর বাংলাদেশ প্রাইস ১১৯৯০ টাকা
স্মার্টফোন কেনার আগে আমার পরামর্শ:
আপনি যেহেতু একটি ভালো মোবাইল কিনতে চান সেটা হোক কমে দামে অথবা বেশি দামে ফোনের বাইরের দিকে না তাকিয়ে ভিতরের দিকে তাকান কারন বাইরের দিক আকর্ষণীয় হলে সুন্দর দেখাবে ঠিকই কিন্তু ভিতরে যদি ভালো মানের কিছু না থাকে তাহলে ফোনটি কয়েকদিন ব্যবহারের ফলে স্লো হয়ে যাবে তারপর বিরক্তিকর হয়ে উঠবে।তাই ফোন কেনার সময় অবশ্যই হার্ডওয়্যারের দিকে লক্ষ্য রাখবেন
•আরো পড়ুন........
••সম্পূর্ণ নতুন ডিজাইনে স্যামসাং এ 32
••রেডমি নোট 10 প্রো vs রিয়েল মি 8 প্রো
••কম বাজেটে বেষ্ট গেমিং ফোন রিয়েলমি নারজো ২০
••মাত্র ১৩০০ টাকায় বেষ্ট গেমিং ফোন রিয়েল মি নারজো ৩০ এ
আমাদের কথা:
প্রতিদিন নিত্যনতুন টিপস আর নিত্যনতুন সব স্মার্টফোনের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটটি এখুনই ইমেইল দিয়ে ফলো করে রাখুন।