কীভাবে ইনএ্যকটিভ ডাটা প্যাকেজ এ্যাকটিভ করবেন
অনেকে অনেক ধরনের ডাটা প্যাকেজ কিনেন বেশি দাম দিয়ে আবার কেউ কম দাম দিয়ে কিন্তু কিছু কিছু সময় হঠাৎ করে দেখা যায় যে ডাটা প্যাকেজ গুলো ইনএ্যাকটিভ হয়ে আছে যার কারণে ইন্টারনেট চলতেছে না । বিভিন্ন সেটিং খুঁজে ও ঠিক করতে পারি না।তো আমি বলবো কীভাবে আপনি আপনার ইন্টারনেট প্যাকেজ এ্যাকটিভ করবেন আর এটি করতে মাত্র ২ মিনিট সময় লাগবে।
তো আপনি প্রথমে *8444# ডায়াল করুন তারপর ২ নাম্বারে দেখুন manage existing plan নামে একটা লেখা সেখান ঢুকুন সেখানে
আপনার যত প্যাকেজ ইনএ্যকটিভ আছে সেখানে দেখাবে আর সেখানে এ্যাকটিভ নামে একটা লেখা আছে সেই লেখার নাম্বার টা সেন্ড করুন তাহলেই এ্যাকটিভ হয়ে যাবে।
Shortcuts>*8444#>manage existing plan> Active plan.
আমাদের কথা:
আমরা চেষ্টা করি প্রতিদিন কিছু নিত্যনতুন সমস্যার সমাধান দেওয়ার। আপনি যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে ফলো করে রাখুন।
ধন্যবাদ। আশাকরি পাশে থাকবেন সবসময়