ফেসবুক পেজ ও গ্রুপ যেভাবে খুলবেন

 ফেসবুক পেজ ও গ্রুপ কীভাবে খুলবেন জেনে নিন

ফেসবুক পেজ 

ফেসবুক পেজ বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে যেমন  একটি ওয়েবসাইটের জন্য কিন্তু একটি ফেসবুক পেজ দরকার হয় হয়তো বা সেটি হতে ব্যবসায়ের ক্ষেত্রে ।আরো বিভিন্ন কাজে এই ফেসবুক পেজের প্রয়োজন।তাই আজকে

এই ফেসবুক পেজ কীভাবে খুলবেন তা বলবো।যারা এই বিষয়ে জানেন তাহলে তো ভালো আর না জানলে আমার দেখানো নিয়ম গুলো অনুসরণ করুন।তো শুরু করা যাক কীভাবে ফেসবুক পেজ খুলবেন

আপনি প্রথমে আপনার ফেসবুক সফটওয়্যারে চলে যান যেখানে গিয়ে পেজ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন তারপর দেখুন create page নামে একটা লেখা আছে সেখানে


ক্লিক করার পর এবার আপনি যে নামে পেজ খুলতে চান সেই নামটি দিন তারপর next এ ক্লিক করুন



তারপর ক্যাটাগরি যোগ করুন আপনি মূলত যে বিষয়ের উপরে পেজটি খুলতেছেন সেটি দেওয়ার চেষ্টা করুন তারপর next এ ক্লিক করুন 

এবার যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটির লিঙ্ক এখানে দিন




তারপর next এ ক্লিক করার পর done এ ক্লিক করুন তাহলেই আপনার পেজটি ওপেন হয়ে যাবে তারপর সুন্দর করে পেজটি সাজিয়ে তুলুন।

ফেসবুক গ্রুপ

ফেসবুক পেজের যে রকম গুরুত্ব রয়েছে তেমনি গুরুত্ব রয়েছে একটি ফেসবুক গ্রুপের 

একটি ওয়েবসাইট হয়তো বা ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তো এখন দেখাবো কীভাবে ফেসবুক গ্রুপ খুলবেন

এটি  করতে প্রথমে আপনাকে ফেসবুকে যেতে হবে সেখানে গ্রুপ নামে একটা লেখা আছে সেখানে ঢুকে যান

সেখানে যাওয়ার পর দেখবেন create group নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন  এবার আপনি যে নামে গ্রুপটি চান সেই নামটি দিন তারপর দেখুন ‌choose privacy আছে সেটি থেকে একটি সিলেক্ট করে দিন মূলত আপনি কি পাবলিক গ্রুপ খুলবেন প্রাইভেট গ্রুপ সেটি নির্বাচন করুন

তারপর create এ ক্লিক করুন তারপর  আপনি আপনার বন্ধুদের ইনভাইট করতে পারেন আবার পরে ও করতে পারেন সমস্যা নেই। তারপর done ক্লিক করুন তারপর description এড করে দিন  আপনি যে বিষয়ের উপর গ্রুপটি খুলেছেন সেটি একটি বিবরন দিন তবে অবশ্যই একটি রুল তৈরি করবেন। গ্রুপে রুল থাকা জরুরি তারপর done ক্লিক করলেই হয়ে যাবে আপনি চাইলে  বিবরন পরে ও এড করতে পারবেন


ভিডিও আসতেছে

আমাদের কথা: আমাদের পোস্ট গুলো কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পোস্ট আপনার ইমেইলে পেতে ফলো করে রাখুন।

ধন্যবাদ: আশা করি পাশে থাকবেন সবসময়

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন