রিয়েলমি ৮ প্রো

 রিয়েলমি ৮ প্রো বাংলা রিভিউ

রিয়েলমি ৮ প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও অসাধারণ ডিজাইন ও হাই কোয়ালিটির প্রসেসর নিয়ে  রিয়েলমি রিলিজ করলো রিয়েলমি ৮ প্রো। আর গত ২৫ মার্চ ২০২১ ফোনটি রিলিজ হয়। রিভিউতে ফোনটির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলা ধরা হলো

রিয়েলমি ৮ প্রো এর রিভিউ:-


ডিজাইন:

 রিয়েলমি ৮ প্রো ফোনটির আকর্ষণীয় একটি ডিজাইন করেছে তারা।এই ফোনটি দুটি কালারে লঞ্চ করেছে ইনফিনিটি ব্লু আর ইনফিনিটি ব্ল্যাক ।এর পেছনে চারটি ক্যামেরা সামনে একটি । এছাড়াও এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করেছে ডিসপ্লেতে।সব মিলিয়ে অসাধারণ একটি ডিজাইন নিয়ে রিয়েলমি ৮ প্রো বাজারে ছেড়েছে।


ক্যামেরা:

পেছনে ক্যামেরা ৪টি মেইন ক্যামেরা ১০৮,আর গুলো ৮,২,২

তবে এই চারটি ক্যামেরার ভিন্ন ভিন্ন কাজ।

যেমন:

প্রথমটি: ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা


দ্বিতীয়টি:(৮ মেগা: )আল্ট্রা  এঙ্গেল লেন্স


 তৃতীয়টি:(২ মেগা:) মেক্রো লেন্স


আর শেষটি:(২মেগা:)B&wলেন্স

 আর সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল

ডিসপ্লে:

এর ডিসপ্লে সাইজ ৬.৪ ইঞ্চি সুপার এলইডি ফুলস্ক্রিন ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা করা হয়েছে যার রেজুলেশন ১০৮০*২৪০০


৩ডি স্লট:

 দুইটি সিম ও একটি অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

•আরো পড়ুন.....

••অস্থির ডিজাইন ও গেমিং প্রসেসর নিয়ে রিয়েলমি রিলিজ করলো নারজো ৩০এ

মোবাইল প্রসেসর কি বা কাকে বলে জেনে নিন

••কত জিবি র্যাম হলে ফ্রি ফায়ার  ও পাবজি খেলা যায় জেনে নিন


 

স্টোরেজ:

রেম:৮ জিবি এবং রম ১২৮ জিবি 


নেটওয়ার্ক:

এতে ২জি,৩জি,৪জি সাপোর্ট করে।


 পারফর্মেন্স:

সিপিইউ হিসেবে স্ন্যাপড্রাগন ৭২০জি (৮nm) অক্টোকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে আর জিপিউ (Adreno 618)এবং অপারেটিং সিস্টেম এনড্রয়েড ১১ ভার্সন (রিয়েলমি ইউআই ২.০ ) ব্যবহার করা হয়েছে।


ব্যাটারি:

৪৫০০এমএচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দিয়েছে ৫০ওয়াট ফাস্ট চার্জার মাত্র ১৭ মিনিটে ৫০% আর ৪৭ মিনিটে ১০০% চার্জ করতে পারে।

 

এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ২৭৯৯০ টাকা








একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন