টেকনো স্পার্ক 7
টেকনো স্পার্ক 7 এর বাংলা রিভিউ
ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে টেকনো ব্র্যান্ডের নতুন গেমিং ফোন টেকনোস্পার্ক 7। তবে এই ফোনের সবচেয়ে হাইলাইট জিনিস হচ্ছে বিগ ব্যাটারি, গেমিং প্রসেসর এবং ডিজাইন। চলুন তাহলে রিভিউতে দেখে নেয়া যাক কি কি রয়েছে ফোনটির ভিতরে। ফোনটির দাম কেমন হবে সবকিছুই রিভিউতে থাকবে।
ডিজাইন:
ডিজাইন নিয়ে বলতে গেলে খুব সুন্দর একটি ডিজাইন করেছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অসাধারণ কালার,নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক চার্জার।
দুইটি কালারের ফোনটি লঞ্চ হয়েছে magnet black, spruce green.
নেটওয়ার্ক:
ফোনটি ২জি,৩জি এবং ৪জি সাপোর্টেড
৩ডি স্লট:
দুইটি সিম এবং একটি অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে কোনটিতে।
পারফরম্যান্স:
সিপিইউ হিসেবে মিডিয়াটেক হেলিও G70 অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম Hios 7.5
জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে powervr 83
আরো পড়ুন.......
••পুরাতন মোবাইল বিক্রি বা কেনার আগে যেসব বিষয়ে জানা দরকার
••স্মার্টফোন ফাস্ট রাখার উপায় সম্পর্কে
ডিসপ্লে:
ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন ৭৭২০*১৬০০
ক্যামেরা:
ফোনটির পেছনের দিকে দুইটি ক্যামেরা রয়েছে মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল দ্বিতীয়টি 5 মেগাপিক্সেল
সামনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর:
এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেছনে ব্যবহার করা হয়েছে।
সাউন্ড:
এ ফোনের স্পিকার একটি।এই স্পিকার দিয়ে গান শোনা ও কথা বলা যাবে স্পিকারটি দিয়েছে সামনের ক্যামেরার সাথেই।
ব্যাটারি:
এই ফোনে সবচেয়ে বেশি যে জিনিস দিয়েছে সেটি হলো ব্যাটারি।
ফোনটিতে ৬০০০ হাজার এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার ও রয়েছে।
রেম রম:
ফোনটির রেম৪ জিবি এবং রম ৬৪ জিবি।
এখন বলবো টেকনো স্পার্ক 7 এর বর্তমান প্রাইস সম্পর্কে।এই ফোনটির বাংলাদেশ প্রাইস হচ্ছে ১১৯৯০ টাকা
আর স্মার্টফোন কেনার আগে আমার পরামর্শ:
আপনি যেহেতু একটি ভালো মোবাইল কিনতে চান সেটা হোক কমে দামে অথবা বেশি দামে ফোনের বাইরের দিকে না তাকিয়ে ভিতরের দিকে তাকান কারন বাইরের দিক আকর্ষণীয় হলে সুন্দর দেখাবে ঠিকই কিন্তু ভিতরে যদি ভালো মানের কিছু না থাকে তাহলে ফোনটি কয়েকদিন ব্যবহারের ফলে স্লো হয়ে যাবে তারপর বিরক্তিকর হয়ে উঠবে।তাই ফোন কেনার সময় অবশ্যই হার্ডওয়্যারের দিকে লক্ষ্য রাখবেন
আরো পড়ুন....
••কম বাজেটে যারা গেমিং ফোন খুঁজতেছেন ফোনটি শুধু তাদের জন্য রিয়েল মি নারজো ২০
আমাদের কথা:
প্রতিদিন নিত্যনতুন টিপস আর নিত্যনতুন সব স্মার্টফোনের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটটি এখুনই ইমেইল দিয়ে ফলো করে রাখুন।